প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বনানীর কাকলিতে রোববার (২২ ডিসেম্বর) বিকেলে সড়ক অবরোধ করেছেন। এই আন্দোলনটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে এবং বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বোর্ডের সদস্যদের বিরুদ্ধে আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারের উদ্দেশ্যে করা হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন যে, দীর্ঘদিন ধরে তাদের স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। বরং, ক্যাম্পাসের জন্য নির্ধারিত তিনশ ফিটের জায়গাটি বিক্রি করার পরিকল্পনা করছে বোর্ড অব ট্রাস্টি।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের দুটি ডিপার্টমেন্টকে ডিসেম্বর মাসের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে শিফট করার কথা বলা হয়েছিল, কিন্তু এখনো তা হয়নি। এর পাশাপাশি, বোর্ড অব ট্রাস্টি প্রতি মাসে তার গাড়ির খরচ বাবদ ৬৫ হাজার টাকা নিচ্ছে, যা শিক্ষার্থীদের টাকাতেই যোগান দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন যে, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বোর্ড সদস্য বিশ্ববিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করেছেন, যার পুনরুদ্ধারের দাবি তারা করছেন।
এদিকে, বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার গণমাধ্যমে জানান যে, শিক্ষার্থীরা গতকালও একই দাবিতে রাস্তা অবরোধ করেছিল এবং আজও তারা একই দাবিতে আন্দোলন করছে।
এ অবরোধের ফলে বনানী এলাকায় যানজট সৃষ্টি হয়েছে এবং সড়ক চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা দাবি করছেন, তাদের সকল দাবির পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন।