1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বন্দরে ‘শক্ত মুষ্টি সত্যে শক্তি ঘোরাও দৃষ্টি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

বন্দরে ‘শক্ত মুষ্টি সত্যে শক্তি ঘোরাও দৃষ্টি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

নারায়ণগঞ্জ (বন্দর) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
‘শক্ত মুষ্টি সত্যে শক্তি ঘোরাও দৃষ্টি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

বিশিষ্ট কবি ও সাংবাদিক ফরিদা ইয়াসমিন সুমনা সম্পাদিত চতুর্থ কাব্যগ্রন্থ ‘শক্ত মুষ্টি সত্যে শক্তি ঘোরাও দৃষ্টি’-এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বন্দর অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থাগারের সাবেক ডিজি ও প্রখ্যাত ছড়াকার আবু ছালেহ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম।

সভাপতিত্ব করেন কাব্যগ্রন্থের সম্পাদক কবি ও সাংবাদিক ফরিদা ইয়াসমিন সুমনা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—  বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এমএ মালেক, সাজাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা, ব্যারিস্টার সাদিয়া আরমান, সিনিয়র সাংবাদিক আব্দুর আউয়াল ঠাকুর, সাংবাদিক মাহফুজ জাহিদ, হাসান কামরুল, কবি বাপ্পি সাহা, ইয়াদী মাহমুদ, সাংবাদিক কবির হোসেন, সাইদুর রহমান প্রমুখ।

আলোচকরা কাব্যগ্রন্থটির সাহিত্যিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরে বলেন, এই বই কবিতার মাধ্যমে সত্য ও শক্তির বার্তা পৌঁছে দেবে নতুন প্রজন্মের কাছে। কবি ও সম্পাদক ফরিদা ইয়াসমিন সুমনা কাব্যগ্রন্থটিকে সকল পাঠকের জন্য একটি সময়োপযোগী সাহিত্যকর্ম বলে উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বইটির মোড়ক উন্মোচন করেন এবং সাহিত্যচর্চার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট