1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বন্দরে সড়কের নিচ দিয়ে অবৈধ ড্রেজার পাইপ স্থাপন, ধসে পড়ার শঙ্কা - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

বন্দরে সড়কের নিচ দিয়ে অবৈধ ড্রেজার পাইপ স্থাপন, ধসে পড়ার শঙ্কা

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
ড্রেজার পাইপ স্থাপন, ধসে পড়ার শঙ্কা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যান্দি সড়কের গুরুত্বপূর্ণ আরসিসি রাস্তার নিচ দিয়ে অবৈধভাবে সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ স্থাপন করা হয়েছে। পাইপটি সড়কের ওপরে থাকার সময় প্রশাসনের বাধার মুখে সেটি সরানো হয়। তবে পরে দিনের আলোতেই সড়কের নিচ দিয়ে সুড়ঙ্গ করে পাইপ বসানো হয়, যা রাস্তাটি ধসে পড়ার আশঙ্কা তৈরি করেছে। এই অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনারও আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ড্রেজার পাইপ স্থাপনের পেছনে আছেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, যুবদলের সভাপতি আমির হোসেন, এবং হত্যা মামলার আসামি পিংকি, সোয়েব, ও রবিনসহ বিএনপির একটি প্রভাবশালী সিন্ডিকেট। প্রতিদিন এ সড়ক দিয়ে রিকশা, সিএনজি, ইজিবাইকসহ শত শত যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার নিচ দিয়ে পাইপ স্থাপন করায় সড়কটি ফেটে গিয়ে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বন্দর উপজেলার রূপালী এলাকায় শীতলক্ষ্যা নদীতে ড্রেজার বসানো হয়েছে। সেখান থেকে একটি প্রায় ১২ ইঞ্চি ব্যাসের পাইপ সংযোগ করে কল্যান্দি এলাকার আরসিসি সড়কের নিচ দিয়ে সুড়ঙ্গ করে সেটি বসানো হয়েছে। পাইপটি এমনভাবে স্থাপন করা হয়েছে, যাতে প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সহজে দেখতে না পান।

স্থানীয়রা জানান, প্রথমে ড্রেজার পাইপটি সড়কের ওপরে ছিল। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পাইপটি সরানোর নির্দেশ দেওয়া হয়। পরে পাইপটি সরিয়ে নেওয়া হলেও কিছুদিন পর আবার সড়কের নিচ দিয়ে সুড়ঙ্গ করে পাইপ স্থাপন করা হয়।

এ বিষয়ে বন্দর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর কর্মকর্তা সামছুন নাহার বলেন,
“রাস্তা কেটে বা সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ নেওয়ার বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি সরেজমিনে গিয়ে দেখা হবে। যদি এমন কিছু ঘটে থাকে, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র সরকারি নম্বরে যোগাযোগ করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণে বন্দরে বিভিন্ন সড়কের নিচ দিয়ে অবৈধ সুড়ঙ্গ করে ড্রেজার পাইপ স্থাপন করা হচ্ছে। তারা দ্রুত এই পাইপ অপসারণ এবং সড়কের ক্ষতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, “প্রতিদিন শত শত যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। রাস্তা ধসে গেলে অনেক মানুষের জানমালের ক্ষতি হবে। এ ধরনের অবৈধ কাজ যারা করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

এদিকে, ড্রেজার ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিএনপি নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। তাদের মতে, প্রশাসনের উদাসীনতার কারণে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড দিন দিন বাড়ছে।

প্রশাসনের অনুমতি ছাড়াই গুরুত্বপূর্ণ সড়কের নিচ দিয়ে সুড়ঙ্গ করে পাইপ স্থাপন করায় রাস্তা ধসে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, দ্রুত পদক্ষেপ না নিলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসন বিষয়টি জানলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যা স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট