1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মির্জা ফখরুলের দাবি: ১৫ বছরে ২৮০ বিলিয়ন ডলার পাচার হয়েছে - RT BD NEWS
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানিতে ক্রয় কমিটির অনুমোদন বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয় নিশ্চিত নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বিএসএফ খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভারতীয় নাগরিককে পুশইন মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভ্রমণ ব্যয়ে বরাদ্দ পেতে সাত শর্ত কাশ্মীরে হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, নিহত বহু পুলিশের মামলায় গণগ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য গ্রাম ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা, পলাতক স্বামী কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কিশোরী উদ্ধারে গিয়ে হামলার শিকার যশোরের ৩ পুলিশ সদস্য প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার আমরণ অনশন

মির্জা ফখরুলের দাবি: ১৫ বছরে ২৮০ বিলিয়ন ডলার পাচার হয়েছে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, গত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৮০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী নীতি অবলম্বন করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে এবং রাষ্ট্রের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “গত তিন মেয়াদে বর্তমান প্রজন্ম ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এটি কোনো গণতন্ত্র নয়। এ ধরনের শাসনব্যবস্থাকে গণতন্ত্র বলা চলে না।”

তিনি আক্ষেপ করে বলেন, “আমাদের ব্যর্থতা এখানেই যে ৫২-৫৩ বছরেও আমরা বাংলাদেশকে একটি সুখী, শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়তে পারিনি। রাজনীতির সংকীর্ণতা আমাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। আমরা নৈতিকতার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছি।”

মির্জা ফখরুল বলেন, “আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছি। এরপর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যও লড়াই করেছি। কিন্তু দেশকে গঠন করার ক্ষেত্রে আমরা এখনও ঐক্যের ঘাটতি অনুভব করছি। সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সবাই মিলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোকে পরস্পরের প্রতি সহনশীল হতে হবে। আমরা যদি গণতন্ত্রকে সঠিকভাবে চর্চা করি, তাহলে আমাদের অধিকার আদায় সম্ভব।”

বিএনপি মহাসচিব বলেন, “দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি বিরোধী মনোভাব পোষণ করছে। এর ফলে গণতন্ত্রের চর্চা ব্যাহত হচ্ছে। সহনশীলতার অভাব আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর জাহেদা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম গোলাম রব্বানী, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল জব্বার, দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল কাইয়ুম এবং নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহবুবুর রহমান।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একসময় দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে এসে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেন এবং দেশের অর্থনীতি ও গণতন্ত্রের উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

মির্জা ফখরুলের এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চর্চার জন্ম দিতে পারে। বিশেষ করে ২৮০ বিলিয়ন ডলার পাচার সংক্রান্ত অভিযোগ নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হতে পারে। তার এই বক্তব্য গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকারের ওপর অর্থ পাচার, গণতন্ত্রহীনতা ও রাজনৈতিক সংকীর্ণতার অভিযোগ আনেন। তিনি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের আহ্বান জানান এবং দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট