1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মুন্সীগঞ্জে আশা'র পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

মুন্সীগঞ্জে আশা’র পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
মুন্সীগঞ্জে আশা'র পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর

মুন্সীগঞ্জে অসহায়, দুঃস্থ এবং শীতার্ত মানুষের সহায়তায় ৪০০ পিস কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কম্বলগুলো হস্তান্তর করা হয়।

আশা’র ডিস্ট্রিক্ট ম্যানেজার অপু নারায়ন দাশ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের কাছে কম্বলগুলো তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল হক। এছাড়াও আশা’র সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মতিউল ইসলাম, এসই মোঃ হাসান ফয়সাল, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ইসমাইল হোসেন, এবং ইদ্রাকপুর ব্রাঞ্চের বিএম মোঃ আরমান হোসেন শেখসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত কম্বলগুলোর জন্য ‘আশা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, জেলা প্রশাসনের উদ্যোগে এগুলো প্রকৃত দুঃস্থ ও শীতার্তদের মাঝে বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত কর্মকর্তারা বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। বেসরকারি উন্নয়ন সংস্থা এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে অনেক অসহায় মানুষের দুর্ভোগ কমবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট