মুন্সীগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাকহাটী গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন “অ্যালামনাই অ্যাসোসিয়েশন”-এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় প্রায় ১,৫০০ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা থেকে আগত ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেন। এতে চর্ম, অর্থোপেডিক্স, গাইনী, শিশু, মেডিসিন, নাক-কান-গলা, চক্ষুসহ অন্যান্য বিভাগের বিশেষজ্ঞরা চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি সকল রোগীর জন্য বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
দিনব্যাপী এ বিনামূল্যের চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুর রহমান খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:, জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. শরীফ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলম। সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, ডা. এটিএম এমদাদ হোসেন (এসএসসি ১৯৮৫ ব্যাচ), লেখক ও কলামিস্ট মো. আসলাম খান (ফ্যাশন হাউস পরিচালক), প্রধান শিক্ষক মো. ফারুক আহাম্মদ। এ ছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ আয়োজন শুধুমাত্র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়। দেশ-বিদেশে কর্মরত সুনামধন্য চিকিৎসক ও অন্যান্য পেশাজীবীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা এলাকাবাসীর জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।