1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
যমুনায় নিয়মবর্হিভূতভাবে সার ডেলিভারির অভিযোগ - RT BD NEWS
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় নারী চিকিৎসকে চেম্বার থেকে টেনে নিয়ে সড়কে মারধর বাংলাদেশে পুষ্টিহীনতায় ভুগছে কোটি শিশুরা: সংলাপে উদ্বেগ প্রকাশ বেইলি রোডে বহুতল ভবনে আগুন, ১৮ জনকে জীবিত উদ্ধার জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে চরম ভোগান্তি, অভিযোগের পাহাড় যাত্রীদের ঈদুল আজহা ২০২৫: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০টি ডাকাতি ঘটনায় ভয়াবহ পরিস্থিতি গণতান্ত্রিক সংস্কার ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ার সময় এখনই

যমুনায় নিয়মবর্হিভূতভাবে সার ডেলিভারির অভিযোগ

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
যমুনা ফার্টিলাইজার কোং লিঃ
যমুনা সার কারখানা

দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোং লিঃ (জেএফসিএল) এ নিয়মবর্হিভূতভাবে ৫ ট্রাক ইউরিয়া সার প্রভাবশালী সার ব্যবসায়ী আজিজুর কবীর তালুকদার ওরফে হুমায়ন তালুকদারকে সরবরাহের অভিযোগ উঠেছে।

অবিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে যমুনা সার কারখানা কতৃপক্ষ নিয়মবহির্ভূতভাবে যমুনা সার কারখানায় উৎপাদিত ১ মে.টন সার বাদ দিয়ে শুধুমাত্র আমদানীকৃত সার ঢাকা-মে. ট ১৪-৭৮৫৭ ট্রাকে ১১ মেট্রিক টন, ঢাকা-মে.ট ১৪-১৩০৪ ট্রাকে ১১ মেট্রিক টন, ময়মনসিংহ-ট ১১-০০৮৪ ট্রাকে ১০ মেট্রিক টন, টাঙ্গাইল-ট ০২-৮৫৮ ট্রাকে ১০ মে.টন ও টাঙ্গাইল-ট ০২-৭৩৬ ট্রাকে ১০ মে.টন মোট ৫২ মেট্রিক টন সার সরবরাহ করে। যমুনা সার কারখানা কতৃপক্ষ নিয়মবর্হিভূতভাবে প্রভাবশালী সার ব্যবসায়ী ও বিএনপি নেতাকে সার সরবরাহ করায় অন্যান্য ডিলারদের মাঝে এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক সার ডিলারদের সাথে কথা হলে তারা জানান, বিগত আ’লীগ সরকার শাসনামলে প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা এ রকম অনৈতিক প্রভাব বিস্তার করে যমুনা সার কারখানা থেকে নামে-বেনামে সার উত্তোলন করে শত শত কোটি টাকার মালিক বনে গেছে।

তারা আরো বলেন, এভাবে নিয়মবহির্ভূতভাবে একজন ডিলারকে ১ মেট্রিক টন নষ্ট-পচাঁ সার বাদ দিয়ে শুধুমাত্র আমদানিকৃত ভালো সার সরবরাহ করা যমুনা সার কারখানা কতৃপক্ষের বিমাতাস্বরূপ আচরণ।

এ ব্যাপারে যমুনা সার কারখানার বিক্রয় ও বিপনন বিভাগের স্পিস্ট ইনচার্জ হারন-অর-রশিদের সাথে কথা হলে তিনি জানান, উপরোস্থ কর্মকর্তার সুপারিশে নিয়মবহির্ভূতভাবে ৫টি ট্রাকে মোট ৫২ মেট্রিক টন সার সরবরাহ করা হয়েছে। তবে তিনি ওই ডিলারের নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।

যমুনা সার কারখানার ব্যবস্থাপক (বিক্রয়) আব্দুল হামীমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি অবগত নই। বিষয়টি খোঁজ-খবর নিয়ে যদি সত্যতা পাওয়া যায় তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট