1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রোহিঙ্গাদের খাদ্যসহায়তায় চট্টগ্রাম বন্দরে ১৭ হাজার টন চালবাহী জাহাজ - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০২:২০ অপরাহ্ন

রোহিঙ্গাদের খাদ্যসহায়তায় চট্টগ্রাম বন্দরে ১৭ হাজার টন চালবাহী জাহাজ

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
চট্টগ্রাম বন্দর

রোহিঙ্গাদের খাদ্যসহায়তার জন্য প্রায় ১৭ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি জাহাজ। যুক্তরাষ্ট্র থেকে পাওয়া বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এই চাল রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করা হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এমভি ফ্লোরা টপিক নামের জাহাজটি রোববার দুপুর ২টার দিকে বন্দরের ১১ নম্বর জেটিতে নোঙর করে। এ সময় বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাহাজটির স্থানীয় প্রতিনিধি সি ওয়েভ মেরিন সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. সামিদুল হক জানান, রোববার বিকেল ৪টা থেকে চাল খালাস শুরু হয়। তবে ঈদের দিন খালাস কার্যক্রম বন্ধ থাকবে এবং পরদিন থেকে আবার পুরোদমে চাল খালাস শুরু হবে।

বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে আসা এই চাল রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট