রাজধানীর শনির আখড়া এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় সাথী আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাথী আক্তার রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাথী আক্তারের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। তিনি ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থাকতেন এবং সেখানকার একটি বিউটি পারলারে কাজ করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সাথীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
অন্যদিকে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ইশতিয়াক আহমেদ চৌধুরী (২২) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ভাটারা থানার উপপরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইশতিয়াকের মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য আজ সকালে তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের বরাতে তিনি জানান, ইশতিয়াকের সঙ্গে ওই কক্ষে আরও দুই শিক্ষার্থী থাকতেন। ঘটনার সময় তাঁরা বাসার বাইরে ছিলেন।