ঢাকা জেলার সিএনজিচালিত অটোরিকশার মালিক ও চালকরা, ঢাকা মহানগরে তাদের চলাচলের সুযোগ দেওয়ার দাবিতে সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন। ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটি এ কর্মসূচি আয়োজন করে এবং তাদের দাবিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এদিন সকালে জাতীয় প্রেসক্লাব সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. জুয়েল মালতীয়া, এবং সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন মো. আবদুল জাব্বার, মো. আলমগীর কবীর, মো. মনির, সাখাওয়াত হোসেন দুলাল, শেখ হানিফ প্রমুখ।
ঢাকা জেলায় চলাচলকারী ঢাকা-থ সিরিয়ালের সিএনজিচালিত অটোরিকশা বর্তমানে ঢাকা মহানগরীতে চলতে পারে না। তাদের দাবি, সেগুলোকে শুধুমাত্র ঢাকা জেলার আওতাধীন এলাকায় চলাচল করতে দেওয়া হয়, যা তারা চান না। তারা এই শর্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
স্মারকলিপি প্রদানের জন্য, সমাবেশ শেষে অটোরিকশাচালকরা মিছিল নিয়ে পুলিশ কমিশনার কার্যালয়ের দিকে রওনা দেন। তবে বেইলি রোডে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় এবং সেখানে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকে, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে, তিন সদস্যের শ্রমিক প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরেন। কমিশনারের আশ্বাস পাওয়ার পর কর্মসূচি শেষ হয় এবং তারা রাস্তা ছেড়ে চলে যান।