1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সিলেটে প্রখ্যাত আলেমকে নিয়ে কটূক্তির ঘটনায় উত্তাল হরিপুর, অবশেষে ক্ষমা প্রার্থনা - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

সিলেটে প্রখ্যাত আলেমকে নিয়ে কটূক্তির ঘটনায় উত্তাল হরিপুর, অবশেষে ক্ষমা প্রার্থনা

সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
সিলেট-তামাবিল হাইওয়ে

সিলেটের জৈন্তাপুরের প্রখ্যাত আলেম শেখ আব্দুল্লাহ (রহ.) ও তার ছেলে মাওলানা হিলাল আহমেদকে নিয়ে ফেসবুকে কটূক্তির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে সিলেটের বৃহত্তর হরিপুর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১১টার দিকে সিলেট-তামাবিল হাইওয়ে এলাকায় বিক্ষোভ করেছে স্থানীয় জনসাধারণ।

বিক্ষুব্ধ জনতা সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং প্রায় এক ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে শুক্রবার বিকেল ৩টার মধ্যে অভিযুক্ত ব্যক্তির ক্ষমা চাওয়ার শর্তে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন।

জানা গেছে, কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাসিন্দা জামাল আহমদ তার ফেসবুক স্ট্যাটাসে জৈন্তাপুরের আলেম শেখ আব্দুল্লাহ (রহ.) ও তার ছেলে মাওলানা হিলাল আহমেদকে নিয়ে কটূক্তি করেন। স্ট্যাটাসটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করে। মাদ্রাসার শিক্ষার্থীরাও এতে যোগ দেয়।

বিক্ষোভের পর জামাল আহমদ তার আপত্তিকর স্ট্যাটাস মুছে ফেলেন এবং শুক্রবার সকাল ৮টায় নিজের টাইমলাইনে আলেম উলামাদের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাশার মো. বদরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট