নোয়াখালীর সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া একটি চায়নিজ রাইফেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার নদোনা ইউনিয়নের উত্তর শাকতলা এলাকার ডাকাতিয়া খালের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এই রাইফেলটি উদ্ধার করা হয়।
সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, “গত ৫ আগস্ট দুষ্কৃতকারীরা সোনাইমুড়ী থানায় হামলা চালিয়ে থানা পুড়িয়ে দেয় এবং ১৭টি চায়নিজ রাইফেল লুট করে নিয়ে যায়। এর মধ্যে এখন পর্যন্ত ১৩টি রাইফেল উদ্ধার করা হয়েছে। সবশেষ ডাকাতিয়া খালের পশ্চিম পাড়ে একটি পরিত্যক্ত চায়নিজ রাইফেল পাওয়া গেছে, যা থানায় নিয়ে আসা হয়েছে।” লুণ্ঠিত বাকি অস্ত্রগুলো উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উপজেলার নদোনা ইউনিয়নের উত্তর শাকতলা এলাকার ডাকাতিয়া খালের পাড়ে স্থানীয়রা পরিত্যক্ত অবস্থায় একটি রাইফেল দেখতে পায়। পরে পুলিশ সেটি উদ্ধার করে।
এর আগে গত ৩০ ডিসেম্বর একই উপজেলার নদোনা ইউনিয়নে অভিযান চালিয়ে একটি শটগান ও ১৫ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করে পুলিশ। এ সময় তিন যুবককে আটক করা হয়। যৌথ বাহিনী ওই অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সোনাইমুড়ী থানায় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে থানা পুড়িয়ে দেয়। ওই ঘটনায় থানায় থাকা অস্ত্রভাণ্ডার থেকে চায়নিজ রাইফেলসহ বিভিন্ন অস্ত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এরপর থেকে পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চালিয়ে ধীরে ধীরে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হচ্ছে।
সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, “বাকি লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা আশা করছি খুব শিগগিরই বাকি অস্ত্রগুলোও উদ্ধার করতে পারব।”