গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি গোষ্ঠীটির হামলার পর থেকে সে জিম্মি রয়েছেন হামাসের কাছে। হামাসের সশস্ত্র শাখা শনিবার গাজায় সেই এক মার্কিন ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে।
সেখানকার একটি মিডিয়া জেরুজালেম থেকে এএফপি জানিয়েছে যে, এই ভিডিওতে এডান আলেকজান্ডারকে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইংরেজিতে ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিব্রু ভাষায় সম্বোধন করতে দেখা যায়। তবে ভিডিওটির তারিখ এখনো যাচাই করা সম্ভব করা যায়নি।
তিনি জানিয়েছেন যে ৭ অক্টোবর আটকৃত জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ইসরায়েলিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এডানের মা ইয়ায়েল আলেকজান্ডার শনিবার সন্ধ্যায় তেল আবিবে জিম্মিদের এক সমাবেশে বক্তৃতাকালে বলেন যে এই ভিডিও আমাকে বিচলিত করে তুলেছে।
এটি আমাদের আশার অন্তরালে এডান ও অন্য জিম্মিরা বাঁচার প্রত্যাশায় কতটা চিৎকার করছে এবং কতটা খারাপ পরিস্থিতিতে রয়েছে তা দেখলেই বোঝা যায়।এডানের মা জনগণকে আরো জানান, তিনি নেতানিয়াহুর সঙ্গে ফোনকলে বলেছেন যে, অবশ্যই আপনার প্রতিশ্রুতি রাখবেন ও তাদের মুক্ত করবেন। দেশটি যুদ্ধ শেষ করতে ও আমার এডানসহ তাদের সবাইকে ফিরিয়ে আনতে যথেষ্ট শক্তিশালী।
অন্যদিকে এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় থেকে বলেছে তাদের ফোনকলের সময় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন। শত্রুদের কাছে বন্দি সকল জিম্মিকে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য ইসরায়েল প্রতিটি পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। পাশাপাশি ভিডিওটির প্রকাশকে নিষ্ঠুর মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে অভিহিত করেছেন নেতানিয়াহু।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র শন সাভেট ভিডিওটিকে, হামাসের সন্ত্রাসের একটি নিষ্ঠুর অনুস্মারক’ বলে অভিহিত করেন। তার এক বিবৃতিতে বলেন যে, যদি হামাস জিম্মিদের মুক্তি দিতে রাজি হয় তবে, গাজা যুদ্ধ আগামীকাল বন্ধ ও গাজবাসীর দুর্ভোগ শেষ হবে বলে জানিয়েছেন।