1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় বনানী থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রানা আহম্মেদ গাজার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেবে না সংযুক্ত আরব আমিরাত পিরোজপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও প্রকাশনা উৎসবে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ককটেল বিস্ফোরণের পর রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে পিরোজপুরে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘কিং’: ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা এস আলমের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ক্যারিয়ারের ১০১তম শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফাং-ওং’, নিহত ২ হিন্দু প্রেমিকার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৯দিন ধরে অনশন

ওয়ার্ল্ড ভিশন ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

মোঃ নাজমুল হোসেন,পিরোজপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

পিরোজপুরের ভান্ডারিয়া ওয়ার্ল্ড ভিশনের ভাণ্ডারিয়া এরিয়া প্রোগ্রামের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনগণের আয়োজনে ভাণ্ডারিয়া পৌর অডিটরিয়াম মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভাণ্ডারিয়া এরিয়া প্রোগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করেন।

দীর্ঘদিন ১৫ বছর ধরে ভাণ্ডারিয়ায় শিক্ষা, স্বাস্থ্য, শিশু সুরক্ষা, সামাজিক সচেতনতা ও জীবনমান উন্নয়নে কাজ করে আসা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের কার্যক্রমের সফল পরিসমাপ্তি ঘোষণা করে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানজিলা কবির ত্রপা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (ফিল্ড অপারেশন খুলনা, রাজশাহী, বরিশাল অঞ্চল) ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও, সিনিয়র ম্যানেজার (বরিশাল এরিয়া কোর্ডিনেশন অফিস) আশীষ কুমার হালদার, ভাণ্ডারিয়া এরিয়া ম্যানেজার লিণ্ডা দফো, এনজিও প্রতিনিধি আলমগীর হোসেন, ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম মিলন, ইসলামী ফাউণ্ডেশন ভাণ্ডারিয়া উপজেলা শাখার পরিচালক হাফেজ মো. আবুল হোসেন, ইউপি সদস্য হাসিনা বেগম, উপকারভোগী নুসরাত জাহান মিতু, রিতু দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শিশুদের জন্য চালানো বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হয় এবং সফল উপকারভোগীদের অভিজ্ঞতা শেয়ার করা হয়। বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশন শুধু উন্নয়ন সংস্থা নয়, এটি একটি মানবিক পরিবারের মতো কাজ করেছে। তাদের কর্মসূচি এই অঞ্চলের মানুষকে সচেতন ও আত্মনির্ভর করেছে।

অনুষ্ঠান শেষে শিশুদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট