দিনাজপুরের কাহারোল উপজেলায় অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী “বিজ্ঞান ও প্রযুক্তি এবং তারুণ্যের মেলা ২০২৫”। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দীন।
২০ জানুয়ারি ২০২৫, সোমবার সকাল ১১টায় উপজেলা স্মৃতি সৌধ মাঠ প্রাঙ্গণে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মেলা ছিল ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের একটি অংশ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সরফরাজ হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার একেএম জিন্নাত আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ রাজুল ইসলাম, এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
মেলায় ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তারা নিজ নিজ উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করে। মেলার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উৎসাহ তৈরি করা এবং তাদের উদ্ভাবনী ক্ষমতাকে বিকশিত করা।
মেলাটি ২০ ও ২১ জানুয়ারি পর্যন্ত চলে, যা স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
বিজ্ঞান ও তারুণ্যের এই মেলা কাহারোল উপজেলায় বিজ্ঞান চর্চা এবং প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে একটি অনুপ্রেরণার বাতিঘর হিসেবে কাজ করেছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন এবং স্থানীয় জনসাধারণের অংশগ্রহণ এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করেছে।