1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫ পিরোজপুরে নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ নুরের উপর হামলা বিচ্ছিন্ন নয়, এটি সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নী জেনারেল নির্বাচন কমিশন সার্ভিস গঠনে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিল মাঠ কর্মকর্তারা দীর্ঘ সাড়ে ১৩ বছর পরও নিখোঁজ মুকাদ্দাসকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার খালেদ মাসুদ তালুকদার সোহেলের খুটির জোর কোথায়? দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

কুমিল্লায় টোল আদায়ের নামে চাঁদাবাজি, সেনাবাহিনীর হাতে আটক ৩ যুবক

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
চাঁদাবাজি। প্রতীকী ছবি
চাঁদাবাজি। প্রতীকী ছবি

কুমিল্লা নগরের জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন থেকে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগে তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী সেনাবাহিনীর একটি দল নগরের বিভিন্ন বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এদের আটক করে। পরে তাদের কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটক যুবকদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন, কুমিল্লার নবাববাড়ি এলাকার শাফায়েত আলী ওরফে সৌরভ (৩৫), সৈকত (৩০) এবং রেসকোর্স এলাকার তানজিদ হাসান (৩৩)। সেনাবাহিনী জানায়, এ তিনজন দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন বাসস্ট্যান্ডে যানবাহন ও যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে টোল আদায় করে আসছিল। আটককালে তাঁদের কাছ থেকে ৭ হাজার ৭০০ টাকা, ৫টি মুঠোফোন, টোল আদায়ের রসিদ বই, সিল ও প্যাড এবং একটি রেজিস্ট্রার জব্দ করা হয়েছে।

সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার কুমিল্লা নগরের বিভিন্ন বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। বিশেষ করে যেখানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, সেসব এলাকায় নজরদারি বাড়ানো হয়। অভিযানের এক পর্যায়ে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে তল্লাশি চালিয়ে দেখা যায়, আটক যুবকেরা যানবাহন ও যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টোল আদায় করছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সঙ্গে সঙ্গে সেনাসদস্যরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আজ বুধবার তাঁদের আদালতে পাঠানো হবে।” তিনি আরও জানান, কুমিল্লার বিভিন্ন বাসস্ট্যান্ড ও সড়কে অবৈধ টোল আদায়ের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ বাড়ছে। এতে সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা দুর্ভোগে পড়ছেন। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানের ফলে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে চাঁদাবাজির মতো অবৈধ কার্যক্রম বন্ধ হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট