1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের কাছ থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছে মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে ঝিনাইদহে নেশার টাকা না দেওয়ায় স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টা তোপধ্বনির মাধ্যমে মুন্সীগঞ্জে পালিত হলো মহান বিজয় দিবস ২০২৫ কাহারোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন ভাণ্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন

জাতীয় পরিচয়পত্র সংশোধনে জরুরি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল থাকলে তা জরুরি ভিত্তিতে সংশোধনের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এই তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ২ জানুয়ারি ২০২৫ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই উপলক্ষ্যে যাদের জাতীয় পরিচয়পত্রে কোনো ধরনের ভুল রয়েছে, তাদেরকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে দ্রুত সংশোধন করার আহ্বান জানানো হয়েছে।

২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন। পুরুষ ভোটার: ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯ জন, নারী ভোটার: ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন, হিজড়া ভোটার: ৮৪৮ জন।

এরপর, ২০২৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত হালনাগাদের তথ্য নিয়ে চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এক বছরে নতুন ভোটার যুক্ত হয়েছে ২৫ লাখ ১৭ হাজার তিনজন।

নতুন নির্বাচন কমিশন তরুণ ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তরুণরা যাতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পান, সেজন্য হালনাগাদ প্রক্রিয়াকে আরও কার্যকর করা হচ্ছে।

ভোটার তালিকা আইন অনুযায়ী, ১৮ বছর বয়স পূর্ণ হলেই বাংলাদেশের নাগরিকরা ভোটার হতে পারেন। খসড়া তালিকা প্রকাশ: প্রতি বছরের ২ জানুয়ারি, দাবি ও আপত্তি গ্রহণ: খসড়া তালিকা প্রকাশের পর, চূড়ান্ত তালিকা প্রকাশ: প্রতি বছরের ২ মার্চ। চূড়ান্ত তালিকার ভিত্তিতে জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইসি জানিয়েছে, পরিচয়পত্রে কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধন না করলে ভোটার তালিকায় সঠিকভাবে নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট