দেশজুড়ে গরমের তীব্রতা বাড়ছে। রাজধানী ঢাকা সহ দেশের ১৫টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিনের শেষ দিকে দেশে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানায়, বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, লক্ষ্মীপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছুদিন অব্যাহত থাকবে।
আগামী দিনের পূর্বাভাস:
📅 শুক্রবার (৫ এপ্রিল):
ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
📅 শনিবার (৬ এপ্রিল):
উল্লিখিত বিভাগগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন দেখা দিতে পারে—দিনের তাপমাত্রা কমে যেতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
📅 রোববার (৭ এপ্রিল):
রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।
📅 সোমবার (৮ এপ্রিল):
রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী পাঁচ দিনের শেষভাগে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে, যা তাপপ্রবাহ প্রশমনে কিছুটা স্বস্তি আনতে পারে।