1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ভোরের কাগজের প্রকাশনা বন্ধ ঘোষণা - RT BD NEWS
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা, গাজা হবে ‘ফ্রিডম জোন’ ১ জুলাই থেকে ইন্টারনেটের দাম কমছে ২০ শতাংশ শিল্প খাতে গ্যাস-সংকট: উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানে চরম প্রভাব ভারত থেকে পুশ ইন বাড়ায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫০টি দোকান ঐশ্বরিয়া রাইকে দেখতে কানে সাংবাদিকদের ভিড়, শেষ পর্যন্ত এলে না চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদারে প্রস্তুত বেইজিং মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল দক্ষিণ আমেরিকার আমাজনের কোকো গাছ টাঙ্গাইলে আবাদ হচ্ছে ঝিনাইদহে প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি

ভোরের কাগজের প্রকাশনা বন্ধ ঘোষণা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
দৈনিক ভোরের কাগজ

সোমবার (২০ জানুয়ারি) প্রকাশিত একটি নোটিশের মাধ্যমে জনপ্রিয় দৈনিক ভোরের কাগজ প্রকাশনা বন্ধের ঘোষণা করেছে। মালিক পক্ষের দেওয়া নোটিশে জানানো হয়, প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বন্ধ হবে, এবং এই সিদ্ধান্তটি ২০ জানুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে।

পত্রিকাটির দায়িত্বশীল সংবাদকর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন, এবং জানা গেছে, গত কয়েকদিন ধরেই পত্রিকার কিছু সাংবাদিক অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন দাবি করে এবং তাদের নিয়োগের তারিখ থেকে বকেয়া পরিশোধের জন্য আন্দোলন চালিয়ে আসছিলেন। এ ছাড়া রোববার (১৯ জানুয়ারি) সাংবাদিক ইউনিয়নের নেতাদের নিয়ে ভোরের কাগজের প্রধান কার্যালয়ে মানববন্ধনও করা হয়েছিল।

নোটিশে বলা হয়েছে, শ্রম আইন ২০০৬ এর ১২ ধারা অনুযায়ী মালিকপক্ষ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে এই কঠিন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফ্যাসিবাদী আচরণ এবং একাধিক মামলায় গ্রেপ্তার হওয়ার পর পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত বর্তমানে কারাগারে রয়েছেন। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীও গ্রেপ্তার হন এবং পরে জামিনে মুক্তি পান।

এদিকে, পত্রিকার কর্মরত সাংবাদিকরা জানিয়েছেন, যদিও ভোরের কাগজ ৮ম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেছে এমন ঘোষণা দিয়ে সরকার থেকে বিজ্ঞাপনসহ সব সুযোগ-সুবিধা নিয়েছে, তবে সাংবাদিক-কর্মচারীরা ওয়েজ বোর্ডের বেতন স্কেলের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

এই পরিস্থিতি নিয়ে পত্রিকার কর্মীরা হতাশা প্রকাশ করেছেন, এবং সংবাদ মাধ্যমটির বন্ধ হয়ে যাওয়া সংবাদকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট