1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ সাড়ে ১৩ বছর পরও নিখোঁজ মুকাদ্দাসকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার খালেদ মাসুদ তালুকদার সোহেলের খুটির জোর কোথায়? দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ড্র করে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ ভান্ডারিয়ায় পাঠাগার ভাঙচুর ও মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগ নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান গাজায় ইসরায়েলি গণহত্যা থামাতে শান্তির জন্য কাজের আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগের

মাসুদ সাঈদীর নেতৃত্বে আজহারুল ইসলামকে মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে বিক্ষোভ ও সমাবেশ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
পিরোজপুরে মাসুদ সাঈদীর নেতৃত্বে আজহারুল ইসলামকে মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: নাজমুল হোসেন
পিরোজপুরে মাসুদ সাঈদীর নেতৃত্বে আজহারুল ইসলামকে মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: নাজমুল হোসেন
জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে, জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ও দাড়িপাল্লার প্রতীক ফিরিয়ে দিতে আল্লামা সাঈদীপুত্র মাসুদ সাঈদীর নেতৃত্বে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত  সমাবেশে  এ দাবি করেন।
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের সুযোগ্য পুত্র ও পিরোজপুর ০১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেন, যে প্রত্যায় নিয়ে ৫ আগস্ট বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল, যে প্রত্যয় নিয়ে বাংলাদেশের ২য় স্বাধীনতা এসেছিল তার স্বাদ আমরা এখনো পাইনি, সেই প্রত্যায়ের ব্যত্যয় হয়েছে।
জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম কে এখনো মুক্তি দেয়া হয়নি, জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়নি, জামায়াতের প্রতীক দাড়িপাল্লা ফিরিয়ে দেওয়া হয়নি। যদি তাই হতো তাহলে আজকে আমাদেরকে আজহারুল ইসলামকে মুক্তির জন্য রাজপথে নামতে হতো না।
তিনি  আরে বলেন, অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে।
জনাব মাসুদ সাঈদী  আরো বলেন, আওয়ামী শাসনামলে ওই কুলাঙ্গার বিচারপতি শাহাবুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে মৌলবাদ, সন্ত্রাস তদন্ত কমিশনের নামে একটি কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনের সদস্য ছিল বর্তমান বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু।চুপ্পুর ষড়যন্ত্রে আজকে এটিএম আজহারুল ইসলামের মুক্তি হচ্ছে না।
 যতক্ষণ পর্যন্ত এটিএম আজহারুল ইসলামকে মুক্তি  দেওয়া না হবে, ততক্ষণে আমরা রাজপথে আন্দোলন করে যাব। আজহারুল ইসলামকে মুক্ত করেই ছারবো ইনশাল্লাহ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কের পাশে সাঈদী  ফাউন্ডেশনে গিয়ে মিছিল শেষ হয়।
জেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব তাফাজ্জল হোসাাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে সেক্রেটারি মোঃ জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পেশাজীবি বিভাগের জেলা সভাপতি আব্দুল্লাহিল মাহমুদ ও শিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট