1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মেডিকেল ভর্তি: মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিতদের বাছাইয়ে অনুপস্থিত ৪৯ শিক্ষার্থী - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

মেডিকেল ভর্তি: মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিতদের বাছাইয়ে অনুপস্থিত ৪৯ শিক্ষার্থী

মোঃ কবির হোসেন
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিতদের বাছাই কার্যক্রমে অংশ নিতে আসেননি ৪৯ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী। এই ৪৯ শিক্ষার্থীকে আগামীকাল রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপস্থিত হতে বলা হয়েছে।

গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবীনা ইয়াসমিনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার (বীরাঙ্গনা) সন্তান কোটায় আবেদনকারীদের প্রমাণসহ উপস্থিত হতে বলা হয়েছিল। ৪৯ জন এতে উপস্থিত হননি। এই ৪৯ শিক্ষার্থীকে আগামী ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপস্থিত হতে বলা হয়েছে। অন্যথায় তারা কোটার দাবিদার নন বলে গণ্য হবেন।

অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ জানুয়ারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির অনলাইন আবেদন ও মাইগ্রেশন–সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে সব কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সনদ/প্রমাণক যাচাই–বাছাই চলমান রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা কোটায় মোট আসন রয়েছে ২৬৯টি। এর মধ্যে ১৯৩ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

গত ১৭ জানুয়ারি সারা দেশে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ১ লাখ ২৫ হাজার ২৬১ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন শিক্ষার্থী, যার মধ্যে ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হন। পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট