চীনা কোম্পানি সেইফটি গার্মেন্টস বাংলাদেশ মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (EPZ) ১ কোটি ২২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে। এ বিষয়ে সোমবার (১৭ মার্চ) বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই বিনিয়োগের মাধ্যমে মোংলা ইপিজেডে উচ্চ মানসম্পন্ন গার্মেন্টস কারখানা স্থাপন করা হবে। কারখানাটিতে নিম্নলিখিত পণ্য উৎপাদন করা হবে— রিফ্লেকটিভ জ্যাকেট, ভেস্ট, টি-শার্ট, ফ্লিস জ্যাকেট, কভারল ও সেফটি হেলমেট।
নতুন এই গার্মেন্টস কারখানায় ১,৬১৬ জন বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ তৈরি হবে, যা বাংলাদেশের শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকায় বেপজার নির্বাহী দপ্তরে। এতে উপস্থিত ছিলেন— বেপজার নির্বাহী চেয়ারম্যান: মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বেপজার সদস্য (প্রকৌশল ও বিনিয়োগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব): ইমতিয়াজ হোসেন, সেইফটি গার্মেন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক: শি ইয়ান, বেপজার সদস্য (অর্থ): আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক: তানভীর হোসেন, নির্বাহী পরিচালক: তাজিম-উর-রহমান, সেইফটি গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা।
বেপজার নির্বাহী চেয়ারম্যান সেইফটি গার্মেন্টসকে ধন্যবাদ জানিয়ে বলেন, মোংলা ইপিজেডকে বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়া দেশের শিল্পোন্নয়নের জন্য ইতিবাচক দিক। তিনি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেন।
এছাড়া, তিনি আশা প্রকাশ করেন যে সেইফটি গার্মেন্টস শুধু ব্যবসা পরিচালনাতেই সফল হবে না, বরং পরিবেশ সুরক্ষার বিষয়েও যথাযথ গুরুত্ব দেবে।
চীনা বিনিয়োগের এই উদ্যোগ বাংলাদেশের গার্মেন্টস শিল্পের প্রসার, রপ্তানি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, এটি বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের অনুকূল পরিবেশের প্রতিফলন ঘটাবে।