1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করে ডেনমার্কের জনগণ, শীর্ষে রাশিয়া - RT BD NEWS
বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯ জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করে ডেনমার্কের জনগণ, শীর্ষে রাশিয়া

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
ডেনমার্কের জনগণ

ন্যাটোভুক্ত দেশ ডেনমার্কের অধিবাসীদের এক বড় অংশ যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়া বা ইরানের চেয়েও বড় হুমকি মনে করছে। সম্প্রতি এক জনমত জরিপে উঠে এসেছে যে, দেশটির প্রায় ৪৬ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে ‘খুব বড় হুমকি’ বা ‘মোটামুটি বড় হুমকি’ হিসেবে বিবেচনা করে।

ডেনমার্কের জনগণের এই মনোভাবের পেছনে অন্যতম কারণ হতে পারে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ বানানোর পরিকল্পনা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব নিয়ে শুরু হওয়া বিতর্কের মধ্যেই এই জরিপ পরিচালিত হয়। জরিপ অনুযায়ী, ৭৮ শতাংশ ড্যানিশ নাগরিক গ্রিনল্যান্ডকে আমেরিকার কাছে বিক্রির বিরোধিতা করেছেন। অন্যদিকে, ড্যানিশ জরিপকারী প্রতিষ্ঠান ভেরিয়ান পরিচালিত আরেকটি জরিপ জানায়, গ্রিনল্যান্ডের মাত্র ৬ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে চান। তবে মার্কিন সংস্থা প্যাট্রিয়ট পোলিং পরিচালিত একটি পূর্ববর্তী গবেষণা দাবি করেছিল, দ্বীপের ৫৭ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হওয়ার পক্ষে।

জরিপের তথ্যানুযায়ী, ৮৬ শতাংশ ডেনমার্কের নাগরিক রাশিয়াকে ‘বড় বিপদ’ হিসেবে দেখছে, যা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি। এদিকে, ৪৪ শতাংশ মানুষ উত্তর কোরিয়াকে এবং ৪০ শতাংশ ইরানকে হুমকি মনে করে।

এই জনমত জরিপটি গবেষণা প্রতিষ্ঠান ইউগভ পরিচালিত এবং এটি ১৫ থেকে ২২ জানুয়ারির মধ্যে পরিচালিত হয়। এতে অংশ নেয় ১,০০০-এরও বেশি মানুষ।

এই জরিপের ফলাফল স্পষ্টতই দেখাচ্ছে যে, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য একটি দেশে বসবাসকারী জনগণ এখন যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে। একইসঙ্গে, রাশিয়া এখনও তাদের কাছে সবচেয়ে বড় হুমকি হয়ে রয়ে গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট