1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের কাছ থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছে মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে ঝিনাইদহে নেশার টাকা না দেওয়ায় স্ত্রীর গলা কেটে হত্যার চেষ্টা তোপধ্বনির মাধ্যমে মুন্সীগঞ্জে পালিত হলো মহান বিজয় দিবস ২০২৫ কাহারোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন ভাণ্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে কিন্ডারগার্ডেন এন্ড প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন

রংপুরের পীরগঞ্জে অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই

রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
পীরগঞ্জে অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই

রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের কুমারপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। সোমবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা হলেন আবুল কালাম ও মজনু মিয়া।

প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়ে এবং টিনের চালা ও টিনের চারটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে ৩টি গরু, ১৮টি ছাগল, এবং অর্ধশতাধিক মুরগি ও কবুতর পুড়ে মারা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত আবুল কালাম বলেন, ‘ঈদের দিন রাতে হঠাৎ আমার বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে ৪টি ঘর পুড়ে গরু-বাছুরসহ সবকিছু ছাই হয়ে গেছে। আমরা এখন পথে বসেছি।’

অন্য বাড়ির মালিক মজনু মিয়া জানান, ‘আমাদের চর এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় পীরগঞ্জ ও পাশের থানা দিনাজপুর নবাবগঞ্জের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব পুড়ে শেষ হয়ে যায়।’

চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহিন বলেন, ‘আমার ইউনিয়নে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাসম্ভব সহযোগিতা করা হবে।’

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরেছি এবং দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।’

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি পরিবার সর্বস্ব হারিয়েছে। স্থানীয় প্রশাসন ও জনসাধারণের সহযোগিতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন জরুরি হয়ে পড়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট