1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

রমজানে ভোজ্যতেলের ভ্যাট ও শুল্ক কমালো সরকার

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
ভোজ্যতেলের দাম

দেশের বাজারে ভোজ্যতেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে সয়াবিন, পাম, সানফ্লাওয়ার এবং ক্যানোলা তেলের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়েছে সরকার। সোমবার (১৬ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সয়াবিন, পাম, সানফ্লাওয়ার এবং ক্যানোলা তেলের স্থানীয় পর্যায়ে ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর থাকবে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত।

এসব তেলের আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে মাত্র ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের আমদানিতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, অগ্রিম কর (এটি) এবং অগ্রিম আয়কর পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। এনবিআরের তথ্য অনুযায়ী, ভ্যাট ও শুল্ক হ্রাসের ফলে এসব তেলের আমদানি ব্যয় লিটারপ্রতি ৪০-৫০ টাকা পর্যন্ত কমতে পারে।

রমজান মাসে ভোজ্যতেলের চাহিদা এবং আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধি মোকাবিলা করতে সরকার এই উদ্যোগ নিয়েছে। এনবিআর আশা করছে, ভ্যাট ও শুল্ক কমানোর ফলে দেশে ভোজ্যতেলের সরবরাহ বৃদ্ধি পাবে এবং পণ্যের দাম ভোক্তাদের জন্য সহনীয় থাকবে।

গত ১৫ ডিসেম্বর এনবিআরের তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগের ভ্যাট ও শুল্ক হ্রাসের প্রজ্ঞাপনগুলোর মেয়াদ ছিল ১৫ ডিসেম্বর পর্যন্ত। নতুন প্রজ্ঞাপনের আওতায় এবার সয়াবিন ও পামতেলের পাশাপাশি সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকারের এই পদক্ষেপের ফলে ভোজ্যতেলের দাম কমতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এনবিআর বলছে, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সিদ্ধান্তের মাধ্যমে ভোক্তাদের জন্য ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি রমজানের প্রস্তুতি সুনিশ্চিত করতে চায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট