1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনির আখড়ায় প্রাইভেট কারের ধাক্কায় নারী নিহত, বসুন্ধরায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

শনির আখড়ায় প্রাইভেট কারের ধাক্কায় নারী নিহত, বসুন্ধরায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
সড়ক দুর্ঘটনার প্রতিকি ছবি

রাজধানীর শনির আখড়া এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় সাথী আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাথী আক্তার রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাথী আক্তারের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। তিনি ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থাকতেন এবং সেখানকার একটি বিউটি পারলারে কাজ করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সাথীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

অন্যদিকে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ইশতিয়াক আহমেদ চৌধুরী (২২) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ভাটারা থানার উপপরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইশতিয়াকের মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য আজ সকালে তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের বরাতে তিনি জানান, ইশতিয়াকের সঙ্গে ওই কক্ষে আরও দুই শিক্ষার্থী থাকতেন। ঘটনার সময় তাঁরা বাসার বাইরে ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট