1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ সাড়ে ১৩ বছর পরও নিখোঁজ মুকাদ্দাসকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার খালেদ মাসুদ তালুকদার সোহেলের খুটির জোর কোথায়? দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ড্র করে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ ভান্ডারিয়ায় পাঠাগার ভাঙচুর ও মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগ নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান গাজায় ইসরায়েলি গণহত্যা থামাতে শান্তির জন্য কাজের আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগের

শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের সমর্থন নেই: বিক্রম মিশ্রি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের সমর্থন নেই

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিবৃতি দিচ্ছেন, তা ভারত সরকার সমর্থন করে না। এই অবস্থান দুই দেশের পারস্পরিক সম্পর্কে একটি ক্ষুদ্র প্রতিবন্ধক সৃষ্টি করেছে।

বুধবার নয়াদিল্লির সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে অনুষ্ঠিত হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিং। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ২১ থেকে ২২ জন সংসদ সদস্য।
ব্রিফিং শেষে বিক্রম মিশ্রি ভারতের সংবাদমাধ্যম এবং সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন।

ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি স্পষ্টভাবে জানান, ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক একক রাজনৈতিক দলের ওপর নির্ভরশীল নয়। বরং ভারত বাংলাদেশের জনগণের প্রতি অগ্রাধিকার দেয়। তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে তার রাজনৈতিক মন্তব্য করার জন্য ব্যক্তিগত যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন। ভারত সরকার তাকে কোনো সরকারি প্ল্যাটফর্ম বা সুযোগ দেয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, “তৃতীয় দেশে হস্তক্ষেপ এড়ানো ভারতের ঐতিহ্যবাহী নীতি।”

ব্রিফিং চলাকালীন কংগ্রেস নেতা শশী থারুর এবং অন্যান্য সংসদ সদস্যরা পররাষ্ট্র সচিবের কাছে জানতে চান, শেখ হাসিনা কোন মর্যাদায় ভারতে অবস্থান করছেন। সংসদ সদস্যদের একাধিক প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক কূটনৈতিক আলোচনা এবং নীতিগত অবস্থান ব্যাখ্যা করেন।
ব্রিফিং শেষে শশী থারুর সাংবাদিকদের জানান, “বাংলাদেশের বিষয়ে একটি চমৎকার ব্রিফিং হয়েছে। পররাষ্ট্র সচিব সফরের বিস্তারিত তুলে ধরেছেন। তবে সংসদীয় নীতিমালার কারণে আমি এই বিষয়ে বিশদ আলোচনা করতে পারছি না।”

বিক্রম মিশ্রির বক্তব্যে স্পষ্ট হয়, ভারত-বাংলাদেশ সম্পর্ক কেবল রাজনৈতিক প্রেক্ষাপট নয়, বরং জনগণের কল্যাণ ও সমর্থনের ওপর ভিত্তি করে গড়ে ওঠা। দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে ভারসাম্য রক্ষা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলা হবে।

ভারতীয় পররাষ্ট্র সচিবের বক্তব্যে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম নিয়ে বিতর্ক এবং দুই দেশের সম্পর্কের জটিলতাগুলি উঠে এসেছে। তবে ভারত সরকার বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলের পক্ষপাতিত্ব না করে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট থাকবে বলে প্রতীয়মান হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট