1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সিরাজদিখানে চালককে হত্যা করে অটো ছিনতাই - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

সিরাজদিখানে চালককে হত্যা করে অটো ছিনতাই

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
সিরাজদিখা থানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মো: আলাউদ্দিন (৩৫) নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটো ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ওভার ব্রীজের নিচে থেকে অটো চালকের লাশ উদ্ধার করে সিরাজদিখান থানা পুলিশ। নিহত অটোরিকশা চালক উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মৃত জুম্মন বেপারীর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শক্রবার সন্ধ্যায় প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয় রাতে বাড়িতে ফেরেনি। তবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।সকালে তার মরদেহ দেখে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করা থানায় নিয়ে যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। ময়না তদন্ত জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট