সৌদি আরব, যা বর্তমানে ২০৩০ সালের রিয়াদ এক্সপো এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের মতো উচ্চ পর্যায়ের আয়োজনে প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশের কর্মী নিয়োগে ব্যাপক উৎসাহ দেখাচ্ছে। গত মাসে দেশটি ৮৩ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে, যা বিশ্বের অন্য কোনো দেশের জন্য এক মাসে সর্বোচ্চ নিয়োগ সংখ্যা।
দুবাইভিত্তিক গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরব প্রতিদিন ৪ হাজার থেকে ৬ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিচ্ছে এবং আগামীতে এ হার অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবের বড় অবকাঠামো প্রকল্পগুলির জন্য ব্যাপক শ্রমশক্তির প্রয়োজন। ২০৩০ সালের রিয়াদ এক্সপো এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপসহ এসব প্রজেক্টের বাস্তবায়নে প্রয়োজনীয় শ্রমিকদের যোগান দিতে সৌদি আরব এই কর্মী নিয়োগ চালিয়ে যাচ্ছে। এছাড়া দেশটির এয়ারপোর্ট, রেলওয়ে, স্টেডিয়ামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে প্রচুর কর্মী প্রয়োজন, যার কারণে বিদেশি কর্মী নিয়োগের হার বেড়েছে।
এ প্রেক্ষাপটে, বাংলাদেশি কর্মীদের সৌদি আরবের শ্রমবাজারে প্রবেশ আরো সহজ হতে পারে এবং এটি বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ হতে পারে।
সরকারি তথ্য অনুযায়ী, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের শ্রমবাজার সম্পর্ক সম্প্রতি আরও শক্তিশালী হয়েছে এবং বাংলাদেশি কর্মীদের মধ্যে সৌদি আরবে কাজের সুযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।