সিডনি টেস্টে অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী হয়ে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করেছে। পাশাপাশি, প্যাট কামিন্সের দল জায়গা করে নিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা।
গ্লেন ম্যাকগ্রা সিডনি টেস্ট শুরুর আগেই বলেছিলেন, “যশপ্রীত বুমরা না থাকলে এই সিরিজ একতরফা হয়ে যেত,” এবং বুমরার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার জন্য তা কিছুটা হলেও প্রমাণিত হলো। চোটের কারণে বুমরা এই টেস্টে বল করতে পারেননি, যার ফলে ভারতের বোলিং আক্রমণ যথেষ্ট দুর্বল হয়ে পড়ে।
অস্ট্রেলিয়া ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৮ রান তুলতেই হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। স্যাম কনস্টাস, মারনাস লাবুশেন ও স্টিভেন স্মিথের উইকেট তুলে নিয়ে ভারতের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছিলেন প্রসিধ কৃষ্ণা। তবে বুমরা না থাকায়, উসমান খাজা ও পিটার হেডের ৪৪ রানের জুটি অস্ট্রেলিয়াকে জয়প্রাপ্ত অবস্থানে নিয়ে যায়। এর পর ওয়েবস্টার এবং হেডের অবিচ্ছিন্ন জুটির মাধ্যমে অস্ট্রেলিয়া জয় নিশ্চিত করে।
বুমরা যেভাবে প্রতিটি ম্যাচে অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপকে চ্যালেঞ্জ করেছেন, তার অভাব বড় আঘাত হিসেবে পড়েছে। গতকাল মাঠ ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি নিয়েছিলেন ৩২ উইকেট, যখন ভারতের আর কারও সংগ্রহ ছিল না। তবে বুমরার না থাকা সত্ত্বেও কৃষ্ণা ও সিরাজ যথেষ্ট চেষ্টা করেছেন, তবে একা লড়াইয়ে অস্ট্রেলিয়ার শেষ পর্যন্ত জয় আটকানো সম্ভব হয়নি।
এই ম্যাচে অস্ট্রেলিয়ার জন্য সেরা পারফর্মার ছিলেন স্কট বোল্যান্ড, যিনি দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচে ১০ উইকেট নেন এবং ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন। তাঁর অসাধারণ বোলিং বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভারত ১৪১ রান সংগ্রহ করে সকালে ১৬ রান যোগ করতেই বাকি ৪ উইকেট হারিয়ে ফেলে।
অস্ট্রেলিয়া ২০১৪-১৫ মৌসুমের পর এবার প্রথমবারের মতো বোর্ডার-গাভাস্কার ট্রফি জয় করেছে এবং তারা জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে। এদিকে ভারত ছিটকে গেছে, শেষ টানা ৪ আসর ধরে ধরে রাখা ট্রফির মালিকানাও হারিয়েছে।
অস্ট্রেলিয়া সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে এবং এখন তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে মাঠে নামবে।
সংক্ষিপ্ত স্কোর: ভারত: ১৮৫ ও ১৫৭ (পন্ত ৬১, জয়সোয়াল ২২; বোল্যান্ড ৬/৪৫, কামিন্স ৩/৪৪)
অস্ট্রেলিয়া: ১৮১ ও ১৬২/৪ (খাজা ৪১, ওয়েবস্টার ৩৯*, হেড ৩৪*; কৃষ্ণা ৩/৬৫)
ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: স্কট বোল্যান্ড
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৩–১ ব্যবধানে জয়ী
ম্যান অব দ্য সিরিজ: যশপ্রীত বুমরা