1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
আইপিএল ২০২৫: তিন বছর পর আবারো মেগা নিলামের উত্তেজনা - RT BD NEWS
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি বিদেশে চিকিৎসা খরচ সর্বোচ্চ ১৫ হাজার ডলার: বাংলাদেশ ব্যাংক অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত খুলনায় কুরআন দিবসে হাফেজে কুরআন সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন

আইপিএল ২০২৫: তিন বছর পর আবারো মেগা নিলামের উত্তেজনা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
আইপিএল ২০২৫: তিন বছর পর আবারো মেগা নিলামের উত্তেজনা

তিন বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মেগা নিলামের সময় এসেছে। এটি এমন একটি আয়োজন যেখানে দলগুলো নতুন করে তাদের স্কোয়াড সাজায়, তাই ক্রিকেটপ্রেমীদের মাঝে বাড়তি উত্তেজনা।

মেগা নিলামের বছর দলগুলো আগের মৌসুম থেকে সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় ধরে রাখতে পারে। বাকি খেলোয়াড়দের ছেড়ে দিতে হয়, যাদের নিলামে আবার কিনতে হয়। মেগা নিলাম দুই দিনব্যাপী হয় এবং এটি স্বাভাবিক নিলামের তুলনায় অনেক বড়। এবার নিলামে অংশ নিচ্ছে ১০টি ফ্র্যাঞ্চাইজি।

আইপিএল ২০২৫-এর মেগা নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ১৫৭৪ জন খেলোয়াড়। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ভিত্তিতে ৫৭৫ জন খেলোয়াড় নিলামে সুযোগ পেয়েছেন। এই তালিকায় রয়েছে:

ভারতীয় খেলোয়াড়: ৩৬৬ জন (৪৮ জন আন্তর্জাতিক অভিজ্ঞ, ৩১৮ জন অভিষেকের অপেক্ষায়)।, বিদেশি খেলোয়াড়: ২০৯ জন, সর্বাধিক ইংল্যান্ড থেকে (৩৮ জন), এরপর অস্ট্রেলিয়া (৩৭ জন), দক্ষিণ আফ্রিকা (৩১ জন), নিউজিল্যান্ড (২৪ জন), ওয়েস্ট ইন্ডিজ (২২ জন)। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ১২ জন খেলোয়াড়। সর্বোচ্চ স্কোয়াড সাইজ: ২৫ জন, সর্বনিম্ন স্কোয়াড সাইজ: ১৮ জন, সর্বোচ্চ বাজেট: ১২০ কোটি রুপি।

মুম্বাই ইন্ডিয়ানস:

  • জসপ্রীত বুমরা (১৮ কোটি), সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি), হার্দিক পান্ডিয়া (১৬.৩৫ কোটি), রোহিত শর্মা (১৬.৩০ কোটি), তিলক বর্মা (৮ কোটি)।

চেন্নাই সুপার কিংস:

  • রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), মাতিশা পাতিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:

  • বিরাট কোহলি (২১ কোটি), রজত পাতিদার (১১ কোটি), যশ দয়াল (৫ কোটি)।

দিল্লি ক্যাপিটালস:

  • অক্ষর প্যাটেল (১৬.৫ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), ট্রিস্টান স্টাবস (১০ কোটি), অভিষেক পোরেল (৪ কোটি)।

কলকাতা নাইট রাইডার্স:

  • রিংকু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারাইন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হর্ষিত রানা (৪ কোটি), রমনদীপ সিং (৪ কোটি)।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস:

  • নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণয় (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি), আয়ুশ বাদোনি (৪ কোটি)।

সানরাইজার্স হায়দরাবাদ:

  • প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), নীতিশ রেড্ডি (৬ কোটি), হাইনরিখ ক্লাসেন (২৩ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি)।

গুজরাট টাইটানস:

  • রশিদ খান (১৮ কোটি), শুবমান গিল (১৬.৫ কোটি), সাই সুদর্শন (৮.৫ কোটি), রাহুল তেওয়াতিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি)।

পাঞ্জাব কিংস:

  • শশাঙ্ক সিং (৫.৫ কোটি), প্রভসিমরন সিং (৪ কোটি)।

রাজস্থান রয়্যালস:

  • সঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সোয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমায়ার (১১ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি)।

প্রথম সেট: জস বাটলার, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, কাগিসো রাবাদা, অর্শদীপ সিং, মিচেল স্টার্ক।

দ্বিতীয় সেট: যুজবেন্দ্র চাহাল, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।

নিলামে প্রথমে উঠবে মার্কি খেলোয়াড়েরা। এরপর আন্তর্জাতিক অভিজ্ঞতা অনুযায়ী ব্যাটসম্যান, অলরাউন্ডার, উইকেটকিপার-ব্যাটসম্যান, পেস বোলার, স্পিনারদের ভাগ করে নিলামে তোলা হবে। পরবর্তীতে অভিষেকের অপেক্ষায় থাকা খেলোয়াড়দের নিলামে তোলা হবে। অবিক্রীত খেলোয়াড়দের তালিকা থেকে দলগুলো পুনরায় পছন্দসই খেলোয়াড় বেছে নিলেও সুযোগ থাকবে।

মেগা নিলাম শুধুমাত্র খেলোয়াড় কেনাবেচার ইভেন্ট নয়, বরং এটি আইপিএল দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অন্যতম ভিত্তি। ২০২৫ সালের আসরে নতুন তারকার আবির্ভাব এবং পুরোনো তারকাদের দাপট দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট