1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
আগামীকাল বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য জালাল হাজীর ৩৮তম মৃত্যুবার্ষিকী - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

আগামীকাল বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য জালাল হাজীর ৩৮তম মৃত্যুবার্ষিকী

মোঃসাইদুর রহমান
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
বিএনপি)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মরহুম জালাল হাজী
বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মরহুম জালাল হাজী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মরহুম জালাল হাজীর ৩৮তম মৃত্যুবার্ষিকী আগামী ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পালিত হবে। তিনি নারায়ণগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তিত্ব ছিলেন।

১৯১১ সালের ১১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের কদমরসূল এলাকায় এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জালাল হাজী। স্পষ্টবাদী, নির্ভীক ও ধর্মপ্রাণ এই নেতা ছিলেন মানবসেবায় নিবেদিত প্রাণ। স্বাধীনতার মহান ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত প্রথম কমিটিতে তিনি ৬৭ নম্বর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। নারায়ণগঞ্জ শহর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

১৯৭৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের দ্বিতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি নারায়ণগঞ্জ শহর উন্নয়ন কমিটির সক্রিয় সদস্য হিসেবে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল, শহীদ জিয়া হল ও নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়, হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়সহ বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

মরহুম জালাল হাজীর দ্বিতীয় পুত্র অ্যাডভোকেট আবুল কালাম বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তিনি নারায়ণগঞ্জ-৫ আসন থেকে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

তার ছোট ছেলে হাজী আবুল হাসান একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। এছাড়া মরহুমের নাতি আবুল কাউছার আশা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। অন্যদিকে, তার নাতনি সামছুন নূর বাধন ইতোমধ্যে একজন উদীয়মান আইনজীবী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

মরহুম জালাল হাজীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে।

📌 তারিখ: ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার
📌 কর্মসূচি:

  • বাদ ফজর: নবীগঞ্জ কবরস্থানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম
  • বাদ আসর: বিশেষ দোয়া মাহফিল

পরিবারের পক্ষ থেকে শুভানুধ্যায়ীদের এই আয়োজনে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট