1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
আজ শুরু হচ্ছে জাতীয় ঐক্যের লক্ষ্যে জাতীয় সংলাপ - RT BD NEWS
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯ জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ

আজ শুরু হচ্ছে জাতীয় ঐক্যের লক্ষ্যে জাতীয় সংলাপ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ড. মুহাম্মদ ইউনূসে

জাতীয় ঐক্যের লক্ষ্যে আজ থেকে দুই দিনব্যাপী জাতীয় সংলাপ শুরু হচ্ছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) এই সংলাপের উদ্বোধন হবে। সংলাপটি চলবে শনিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত।

ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) আয়োজিত এই সংলাপের মূল লক্ষ্য হল ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’। সংলাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ও অর্থনীতিবিদ ড. মুশতাক হুসাইন খান। সমাপনী বক্তব্য দেবেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ।

সংলাপে অন্তর্বর্তী সরকারের সাতজন উপদেষ্টা, ২০টি রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজের বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিরা অংশ নেবেন। সংলাপ শেষে একটি ঘোষণাপত্র প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৭ ও ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত ছয়টি অধিবেশনে বিচার, সংস্কার, নিরাপত্তা ও নির্বাচন বিষয়ে আলোচনা হবে। এতে রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সরকারের উপদেষ্টা, নাগরিক সমাজের প্রতিনিধি, ছাত্র নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা অংশ নেবেন। তবে আওয়ামী লীগ কিংবা ১৪ দলীয় জোটের কোনো শরিক দলের প্রতিনিধিদের সংলাপে আহ্বান জানানো হয়নি।

সংলাপ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এফবিএস-এর আহ্বায়ক সাংবাদিক মনির হায়দার, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন, রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান, আইনজীবী দিলরুবা শারমিন, সাংবাদিক ফারুক ওয়াসিফ এবং সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক তৌফিক জোয়ার্দার।

সংলাপে বিচার, সংস্কার, নিরাপত্তা এবং নির্বাচন বিষয়ক ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবেন এবং নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংশ্লিষ্ট বিষয়ে মতামত জানাবেন।

এই সংলাপের শেষ পর্যায়ে একটি ঘোষণাপত্র প্রকাশ করা হবে, যা জাতীয় ঐক্য এবং ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কারের জন্য দিকনির্দেশনা প্রদান করবে। অংশগ্রহণকারীদের মতামত ও প্রস্তাবনাগুলি ভবিষ্যতের রাজনৈতিক সিদ্ধান্তে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট