1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

আলিয়া মাদ্রাসা মাঠে আদালত বসানোর প্রতিবাদে শিক্ষার্থীদের অবরোধ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
বকশী বাজারের আলিয়া মাদ্রাসা এলাকা

পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত সরিয়ে নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। বুধবার দিবাগত রাত ১টা থেকে শুরু হওয়া এই অবরোধ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শেষ হয়।

অস্থায়ী বিশেষ আদালত সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। বিডিআর বিদ্রোহের বিচার কার্যক্রম আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত এই আদালতে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে শিক্ষার্থীরা আদালত মাঠে বসানোর বিষয়ে আপত্তি জানিয়ে এটি সরিয়ে নেওয়ার দাবি করছেন।

অবরোধের কারণে বকশীবাজার ও আশপাশের সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল। এতে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

চকবাজার অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজার রহমান জানিয়েছেন, “শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে। আদালতের বিচারকের সঙ্গে তাঁদের দাবি নিয়ে আলোচনা হবে—এই শর্তে তাঁরা অবরোধ প্রত্যাহার করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন রয়েছে।”

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহ ঘটে। এ বিদ্রোহে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। বিদ্রোহে সব মিলিয়ে ৭৪ জনের প্রাণহানি ঘটে।

পিলখানার হত্যাযজ্ঞের ঘটনায় দুইটি মামলা হয়। একটি হত্যা মামলা এবং অন্যটি বিস্ফোরক দ্রব্য আইনে। হত্যা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্ট রায় ঘোষণা করলেও বিস্ফোরক মামলার বিচার এখনো চলছে।

বুধবারের অবরোধের আগেও আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় একদল লোক মাঠের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে আদালতের দরজা ও আসবাবপত্র ভাঙচুর করে। তারা আদালতের ভেতরে থাকা চেয়ার-টেবিলে আগুন ধরিয়ে দেয়।

বিডিআর বিদ্রোহ মামলায় দণ্ডিত ও চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যরা বুধবার পিলখানা হত্যাকাণ্ডের মামলার পুনঃতদন্ত, ন্যায়বিচার নিশ্চিত, এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের অবরোধের পাশাপাশি চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাঁদের স্বজনেরা শাহবাগে বৃহস্পতিবার ‘ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট