1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে ১৪৪ ধারা অমান্য করে বোনের জমির গাছ কেটে বিক্রির অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টা সোনার দাম বেড়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা সকল নাগরিকের সমান অধিকারের দাবি মাসুদ সাঈদীর খুলনায় আ. ন. ম. মুরাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে অশ্রুসিক্ত শ্রদ্ধা পিরোজপুরে ব্যবসায়ী হত্যায় ৬ জনের যাবজ্জীবন, ১ জনের দুই বছরের কারাদণ্ড আকু বিল পরিশোধে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশে পিরোজপুরে কৃষিক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে টিয়েন্স প্রতিষ্ঠানের ৫ জনের কারাদণ্ড কাউখালীতে জমজমাট ভাসমান হাটে আমন ধানের চারা বিক্রি

ইরানের হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্রের আক্রমণের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুমকি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি

ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে হুথি বিদ্রোহীদের লক্ষ্যবস্তু করে বিমান হামলার প্রতিবাদ জানিয়ে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার হোসেন সালামি রোববার এক বিবৃতিতে জানান, “আমরা যুদ্ধ খুঁজছি না, তবে যদি কেউ আমাদের বিরুদ্ধে হুমকি দেয়, আমরা উপযুক্ত, সিদ্ধান্তমূলক এবং চূড়ান্ত পদক্ষেপ নেব।”

গত শনিবার, ১৫ মার্চ, যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালায়। এই হামলার লক্ষ্য ছিল ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণকারী হুথি বিদ্রোহীরা, যারা ইরান থেকে সামরিক এবং আর্থিক সহায়তা পেয়ে থাকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে ইরানকে হুথি বিদ্রোহীদের সমর্থন বন্ধ করতে আহ্বান জানান এবং হুমকি দেন, “আমেরিকা আপনাকে সম্পূর্ণ দায়ী করবে এবং আমরা এতে কোমল হব না!”

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের ইরানের পররাষ্ট্র নীতির উপর চাপ দেওয়ার কোন অধিকার নেই। তিনি আরও জানান, হুথি বিদ্রোহীরা স্বাধীনভাবে তাদের কৌশলগত এবং পরিচালনাগত সিদ্ধান্ত নেয় এবং তাদেরকে ইয়েমেনি জনগণের প্রকৃত প্রতিনিধি বলে উল্লেখ করেন।

মার্কিন বিমান হামলার ফলে, ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে অন্তত ৩১ জন নিহত হয়েছে এবং ১০১ জন আহত হয়েছে। হামলায় নারী ও শিশুদেরও অন্তর্ভুক্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে, যা ইরান “বর্বর” আক্রমণ বলে নিন্দা করেছে।

এই সাম্প্রতিক উত্তেজনা, ট্রাম্পের পারমাণবিক আলোচনা নিয়ে খোলামেলা মনোভাবের মধ্যে ঘটছে। তিনি ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং সর্বোচ্চ চাপ কৌশলের অংশ হিসেবে সামরিক আক্রমণের হুমকি পুনর্ব্যক্ত করেছেন, যা তার প্রথম প্রশাসনে (২০১৭-২০২১) শুরু হয়েছিল। ২০২০ সালে, মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতা কাসেম সোলেইমানি নিহত হন, যিনি ইরানের আঞ্চলিক সামরিক অপারেশনগুলোর পরিকল্পনাকারী ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট