1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে

ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় পিঠা উৎসব: বিলুপ্তপ্রায় পিঠার মেলা

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
শীতকালীন পিঠা উৎসব

জামালপুরের ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় শনিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী জমকালো পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শীতকালীন এই উৎসব দেখতে দূর-দূরান্ত থেকে ভিড় জমান দর্শনার্থীরা। পিঠার মনমুগ্ধকর স্বাদ এবং ঐতিহ্যের স্পর্শে মুখর ছিল পুরো আয়োজন।

সকাল ১০টায় মাদ্রাসার সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বিএসসি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক ও অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই সাদ্দাম।

উৎসবে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক শাজাহান সিরাজ, অধ্যক্ষ, গুঠাইল মহিলা টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনাডুলি ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ, পশ্চিম নন্দনেরপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মালেক, এবং ইসলামপুর সরকারি নেকজাহান পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মো. ফজলুল হক। এছাড়াও ইসলামপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র এবং অভিভাবকদের উপস্থিতি উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

উৎসবে অর্ধশতাধিক স্টল ছিল, যেখানে জামাইবরণ, জিরা, পাটিসাপটা, তাল পিঠাসহ গ্রাম-বাংলার প্রায় বিলুপ্তপ্রায় হরেক রকমের পিঠা প্রদর্শিত হয়। এ ছাড়া খেজুর রস থেকে গুড় তৈরির প্রক্রিয়া সরাসরি দেখানো হয়, যা দর্শনার্থীদের মধ্যে ভীষণ আগ্রহের সৃষ্টি করে।

শীতকালীন পিঠা উৎসব শুধু খাবারের স্বাদ গ্রহণেরই নয়; এটি বাঙালি সংস্কৃতির এক ঐতিহ্যবাহী ধারক। ভাপা, পাটিসাপটা, দুধ চিতই এবং নকশি পিঠার মতো বিভিন্ন পিঠার মাধ্যমে মানুষ নিজেদের ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়। এই ধরনের উৎসব নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃতির প্রতি ভালোবাসা তৈরি করে এবং পারস্পরিক সম্পর্ক দৃঢ় করে।

পিঠা উৎসবের এই আয়োজনের মধ্য দিয়ে ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা স্থানীয় ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরেছে। এমন উদ্যোগে এলাকার মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকরা আরও বেশি অনুপ্রাণিত হয়েছেন। পিঠার এই উৎসব শুধু খাবার নয়, এটি বাঙালির সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি সফল প্রয়াস।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট