ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কোলাবাজার হাইস্কুল মাঠে রোববার (২৯ ডিসেম্বর) বিকালে বিএনপির এক জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসমাবেশের আয়োজন করে জামাল ও কোলা ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদ।
জনসমাবেশে হামিদুল ইসলাম হামিদ বক্তৃতা করেন, তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনাগুলোর মাধ্যমে জনসম্পৃক্ততা সৃষ্টি করার লক্ষ্যে বিএনপির তৃণমূল কর্মীরা মাঠে কাজ করছে। তারেক রহমান আরও নির্দেশনা দিয়েছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড বা চাঁদাবাজি করলে তাদের কোনো রেহাই দেওয়া হবে না। আগামীতে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন করে বিএনপি দেশের মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করবে।
সমাবেশে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জামাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্ল্যা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ। সঞ্চালনায় ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হুসাইন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম রবি, গোলাম রব্বানী, যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পৌর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, বিএনপি নেতা প্রভাষক আব্দুল মজিদ, মোহাম্মদ আলী, নাজমুল হাসান তিতাস, আব্দুল মান্নান মনা, যুবনেতা আবু তাহের হিরু সহ জামাল ও কোলা ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বিএনপি নেতারা একসাথে বিএনপির কার্যক্রমের প্রতি একতা এবং সংকল্প প্রকাশ করেন এবং দেশের জনগণের সমর্থন নিয়ে ভবিষ্যতে গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণের প্রতি আস্থা ব্যক্ত করেন।