1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
কুখ্যাত নৌ ডাকাত শিপন গ্রেপ্তার, অধরা প্রধান আসামি তেল ডালিম - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

কুখ্যাত নৌ ডাকাত শিপন গ্রেপ্তার, অধরা প্রধান আসামি তেল ডালিম

নারায়ণগঞ্জ (বন্দর) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
কুখ্যাত নৌ ডাকাত শিপন গ্রেপ্তার, অধরা প্রধান আসামি তেল ডালিম

নারায়ণগঞ্জের বন্দরে একাধিক হত্যাসহ নানা অপরাধে অভিযুক্ত কুখ্যাত নৌ ডাকাত শিপনকে গ্রেপ্তার করেছে কলাগাছিয়া নৌ পুলিশের একটি দল। তিনি মুন্সিগঞ্জের সাবেক সংসদ সদস্য বিপ্লবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

ডাকাতি মামলায় গ্রেপ্তার হওয়া শিপন বন্দর উপজেলার কলাগাছিয়া চরধলেশ্বরী গ্রামের হবিনুর মিয়ার ছেলে। তবে একই মামলার প্রধান আসামি তেল ডালিম এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে কলাগাছিয়া বাজারে অভিযান চালিয়ে নৌ পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালে আহম্মদ।

গোপন সূত্রে জানা যায়, শিপনের বিরুদ্ধে তিনটি হত্যামামলা, একটি চাঁদাবাজি ও নদীপথে ডাকাতির অভিযোগ রয়েছে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

নৌ পুলিশের ইনচার্জ সালে আহম্মদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৌ ডাকাত শিপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বন্দর থানায় দায়েরকৃত ডাকাতি মামলায় আদালতে পাঠানো হয়েছে।”

গ্রেপ্তারের পর শিপনকে রবিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। তবে পুলিশ এখনও তেল ডালিমকে গ্রেপ্তার করতে পারেনি।

শিপনের গ্রেপ্তারের খবরে স্থানীয় জনগণ কিছুটা স্বস্তি প্রকাশ করেছে। তবে প্রধান আসামি তেল ডালিমকে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছে এলাকাবাসী। তারা আশা করছে, এ ঘটনার মাধ্যমে নদীপথে ডাকাতি কার্যক্রম অনেকটাই কমে আসবে।

পুলিশ জানায়, তেল ডালিমসহ শিপনের অন্যান্য সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নৌ পুলিশের মতে, এই চক্রকে ধ্বংস করতে পারলে নারায়ণগঞ্জ ও এর আশপাশের নদীপথে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।শিপনের বিরুদ্ধে রয়েছে তিনটি হত্যা মামলা, তেল ডালিম এখনও পলাতক, অভিযানে নেতৃত্ব দেন কলাগাছিয়া নৌ পুলিশের ইনচার্জ সালে আহম্মদ, শিপনকে গ্রেপ্তারের পর রবিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট এলাকাগুলোতে অপরাধ দমনে স্থানীয় প্রশাসন ও পুলিশের মধ্যে সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট