1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ - RT BD NEWS
শনিবার, ০৩ মে ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
কুয়েটে উপাচার্যের প্রতীকী গদি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চলমান ছাত্র আন্দোলন নতুন মোড় নিয়েছে। উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় প্রতীকী গদি জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপাচার্যের প্রতীকী গদিতে আগুন ধরিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে এক দফা দাবি—ভিসির পদত্যাগ—নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলে “ভিসি পদত্যাগ করো”, “ছাত্র নির্যাতনের বিচার চাই” ইত্যাদি স্লোগান দেন তারা।

একজন আন্দোলনরত শিক্ষার্থী জানান, “ভিসি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে নেট-পানি বন্ধ করেছেন, হল থেকে আমাদের বের করে দিয়েছেন এবং আন্দোলনে অংশ নেওয়ায় ছাত্রদের বহিষ্কার করেছেন। আমরা তাকে ভিসি হিসেবে আর চাই না।”

১৮ ফেব্রুয়ারি: ছাত্ররাজনীতি নিষিদ্ধকরণের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয়, এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। ১৯ ফেব্রুয়ারি: শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন। ২৫ ফেব্রুয়ারি: কুয়েট প্রশাসন সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। ১৩ এপ্রিল থেকে: শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

বিষয়টি নিয়ে কুয়েটের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের সঙ্গে একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট