1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
কুষ্টিয়ায় জামায়াতের কর্মী সম্মেলনে শফিকুর রহমানের কড়া সমালোচনা - RT BD NEWS
বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরী উদ্ধারে গিয়ে হামলার শিকার যশোরের ৩ পুলিশ সদস্য প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার আমরণ অনশন কুষ্টিয়ায় নারী চিকিৎসকে চেম্বার থেকে টেনে নিয়ে সড়কে মারধর বাংলাদেশে পুষ্টিহীনতায় ভুগছে কোটি শিশুরা: সংলাপে উদ্বেগ প্রকাশ বেইলি রোডে বহুতল ভবনে আগুন, ১৮ জনকে জীবিত উদ্ধার জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে চরম ভোগান্তি, অভিযোগের পাহাড় যাত্রীদের ঈদুল আজহা ২০২৫: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

কুষ্টিয়ায় জামায়াতের কর্মী সম্মেলনে শফিকুর রহমানের কড়া সমালোচনা

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৮ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে সরকারবিরোধী কড়া সমালোচনা করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলনে শফিকুর রহমান সরকারের দুর্নীতি, পদ্মা সেতু প্রকল্পে অর্থ অপচয় এবং ক্ষমতাসীন দলের সদস্যদের বিদেশে অর্থ পাচারের অভিযোগ তোলেন।

জামায়াতের জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, ‘দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। এস আলম গ্রুপের মালিককে ব্যবহার করে সেই ব্যাংককে ধ্বংস করে দিয়েছে সরকার। আমরা শুনেছি, এই ব্যাংক থেকে শেখ হাসিনার বোন শেখ রেহানা অর্থ চুরি করেছেন। এর জেরে লন্ডনে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ করছে। এটা জাতির জন্য অত্যন্ত লজ্জার বিষয়।’

সরকারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে শফিকুর রহমান বলেন, ‘দেশে যেখানেই আওয়ামী লীগের কোনো প্রকল্প হয়েছে, সেখানেই টাকার খনি আবিষ্কৃত হয়েছে। একসময় প্রধানমন্ত্রীর পিয়নের অ্যাকাউন্টে ৪০০ কোটি টাকা পাওয়া গিয়েছিল। পিয়নের যদি এত টাকা হয়, তাহলে মালিকের অ্যাকাউন্টে কত?’

তিনি আরও বলেন, ‘কুষ্টিয়ার পাশেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এই প্রকল্প থেকে ৫৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। পদ্মা সেতুতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, তা দিয়ে অন্তত চারটি সেতু তৈরি করা যেত। তাহলে বাকি অর্থ কোথায় গেল?’

শেখ হাসিনার পরিবারের সদস্যদের নিয়ে কড়া মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন, ‘বাংলাদেশ ছিল তাদের ইনকামের জায়গা। কিন্তু তাদের আসল নিবাস ছিল বেগমপাড়া। দেশের টাকা দিয়ে বিদেশে সম্পত্তি গড়ে তুলেছেন তাঁরা।’

তিনি আরও বলেন, ‘এই পরিবার দেশের প্রতি কোনো মায়া দেখায়নি। তারা বিদেশে বাস করে, আর এই দেশের মানুষের সম্পদ লুট করে নিয়ে যায়। জনগণকে এসব বিষয়ে সচেতন হতে হবে।’

সম্মেলনে শফিকুর রহমান বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে পরিচিত হবে না। এই দেশের মাটিতে জন্ম নেওয়া প্রত্যেক নাগরিক সমান অধিকার পাবেন। রাষ্ট্রীয় সংবিধান এবং ইসলামের বিধান অনুযায়ী সবাই সমান মর্যাদার অধিকারী।’

নারীদের পোশাকের বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘বোরকা পরা বাধ্যতামূলক নয়। এটি যার যার পছন্দের ব্যাপার। কোনো নারী যদি স্বেচ্ছায় বোরকা পরতে চান, সেটি তাঁর অধিকার। তবে কোনো ধর্মের নারীদের জোর করে বোরকা পরানোর অধিকার ইসলাম আমাকে দেয়নি। প্রতিটি মানুষ তাদের ইচ্ছামতো পোশাক পরবেন।’

দীর্ঘদিন পর প্রকাশ্যে এমন কর্মী সম্মেলন আয়োজনে জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই কুয়াশা ও ঠান্ডা উপেক্ষা করে বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার কর্মী মিছিল নিয়ে কর্মী সম্মেলনে যোগ দেন। সকাল ৯টার মধ্যেই পুরো কলেজ মাঠ কানায় কানায় ভরে যায়।

মাঠের আশপাশের সড়কগুলোতেও জামায়াতের নেতা-কর্মীদের ভিড় ছিল। স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।

সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে নিম্নলিখিত দাবি তুলে ধরা হয়, ব্যাংক লুটের ঘটনায় জড়িতদের বিচার, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা, নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করা, সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন দূর করা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট