1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

ক্রীড়াঙ্গনে দুর্নীতি খতিয়ে দেখবে মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম, চ্যালেঞ্জ, ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন। গতকাল (১৭ নভেম্বর) ক্রীড়া মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

ক্রীড়া উপদেষ্টা জানান, তিনি দায়িত্ব গ্রহণ করেছেন একটি ভঙ্গুর অবস্থার মধ্যে। তার মতে, ক্রীড়া খাতকে জনগণের কাছে জবাবদিহিতার আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ১০০ দিনের মধ্যে অনেক কাজ করা সম্ভব হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি, তবে আগামী তিন মাসে দ্বিগুণ কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আগে রাজনীতিকরণ হয়েছিল, যা বোর্ডের স্থবিরতার জন্য দায়ী। তবে নতুন পরিচালকদের মাধ্যমে এ অবস্থা কাটিয়ে উঠার চেষ্টা করা হচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে বোর্ডের দেনাপাওনা নিয়ে তিনি জানান, এ সমস্যা আলাদাভাবে সমাধান করা হবে।

ক্রীড়া উপদেষ্টা ফেডারেশনগুলোর কার্যক্রমে স্বচ্ছতা আনতে প্রতিবছর কার্যক্রমের তথ্য ও অডিট রিপোর্ট জমা দেওয়ার কথা জানিয়েছেন। দুর্নীতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, “বিভিন্ন কমিটির বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, সেগুলো খতিয়ে দেখে নতুন কমিটি গঠনের মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চলছে। ফেডারেশনগুলোকে প্রতি বছরের হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ফেডারেশনগুলোর এই বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন।”

উপদেষ্টা উল্লেখ করেন, দেশের সকল স্টেডিয়াম সরকারের অধীনে। তাই সেগুলোর রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন করা সরকারের দায়িত্ব। বিভিন্ন স্টেডিয়ামের সংস্কারকাজ শুরু হয়েছে এবং এটি চলমান থাকবে।

আগামীতে আরও বড় আকারে কাজ করার পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, “জনগণের কাছে আমাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। আমরা কেমন কাজ করেছি, সেটি জনগণই মূল্যায়ন করবে।”

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যে স্পষ্ট, ক্রীড়া খাতকে জবাবদিহিতার আওতায় এনে দুর্নীতি মুক্ত করা এবং ফেডারেশনগুলোর কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। প্রথম ১০০ দিনের কার্যক্রম নিয়ে আক্ষেপ থাকলেও, আগামী দিনগুলোতে দ্বিগুণ উদ্যোগ নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।

গুরুত্বপূর্ণ তথ্য জানাতে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন আয়োজন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট