জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনালে জায়গা করে নিয়েছে ঢাকা মেট্রো। রোববার (২২ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে ৩৮ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। এবার শিরোপার লড়াইয়ে রংপুর বিভাগের মুখোমুখি হবে মেট্রো।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রো। ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারালেও দলের ইনিংসকে সামাল দেন নাইম শেখ। ৫৩ বল মোকাবিলায় ৫৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তবে খুলনার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রানের মাঝারি সংগ্রহ গড়ে মেট্রো।
১২০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ও অফ স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকতের আঘাতে শুরুতেই ধাক্কা খায় তারা। পরে অফ স্পিনার আলিস আল ইসলাম কার্যকর ভূমিকা রাখেন।
মারুফ মৃধা ও আবু হায়দার রনিও দলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্তে সফল বল করেন। খুলনার ব্যাটিং লাইন পুরোপুরি ধসে পড়ে এবং শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে ৮১ রানে অলআউট হয়ে যায়।
মেট্রোর পক্ষে মোসাদ্দেক হোসেন সৈকত ১৩ রানে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার হন। বাকি বোলাররাও সমানভাবে অবদান রাখেন।
এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে এবার মুখোমুখি হবে রংপুর বিভাগ ও ঢাকা মেট্রো। এর আগে কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়েছিল মেট্রো। তাই ফাইনালেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আশা করা হচ্ছে।