
ঈদ উপহার সামগ্রী হস্তান্তরকালে কৃষিবিদ শামীমুর রহমান বলেন, শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) সারাদেশে ৮৫৮টি শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলার দু’টি শহীদ পরিবারের কাছে (২৩ মার্চ) রবিবার ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
এছাড়াও খুলনা পাইকগাছা, রুপসা, খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় ৪ টি শহীদ পরিবার ও বাগেরহাট সদর, মোড়লগঞ্জ চিতলমারী ৪টি শহীদ পরিবারের হাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী হস্তান্তর করা হয়েছে। পর্যায় ক্রমে দেশের সকল শহীদ পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে।
একই সঙ্গে জেডআরএফ-এর প্রেসিডেন্ট তারেক রহমানের পাঠানো বিশেষ বার্তা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বার্তায় শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের ত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। আমাদের এই ক্ষুদ্র উপহার ভালোবাসার নিদর্শন। জাতি আপনাদের পাশে ছিল, আছে, থাকবে।”
খুলনা বিভাগে ৭৪টি পরিবারের কাছে এই ঈদ উপহার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর বিএনপির নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, খুলনা বিভাগীয় উপকমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম কাগজী, খুলনা বিভাগীয় সদস্য সচিব কৃষিবিদ এস এম ফেরদাউস, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু, সাইফুর রহমান মিন্টু, জাবেদ মল্লিক, রিয়াজ মোল্লা , আয়ুব আলী মোল্লা বাবু, সুজন মোল্লা,এড.সাজজাদ,ডা. আব্দুল মজিদ,আসলাম পারভেজ, ইমদাদুল হক ও সেলিম রেজা লাকী সহ বাগেরহাট জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
এই উদ্যোগের মাধ্যমে শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। আত্ন মানবতার সেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
Like this:
Like Loading...
Related