1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসা ভিসা পেতে লাগবে ১৫ হাজার ডলার জামানত জুলাই আন্দোলনে রাজপথে ছিলেন বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা দিঘলিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, দোয়া মাহফিল ও মিছিল অনুষ্ঠিত কাহারোলে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসে বিজয় মিছিল ও আলোচনা সভা দিঘলিয়ায় ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও পথসভা পিরোজপুরে মাসুদ সাঈদীর নেতৃত্বে জাতীয় মুক্তি দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর নিয়মিত অভিযান সাজাপ্রাপ্ত পলাতক সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার এশিয়া কাপ ২০২৫: ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল বিসিবি

খুলনার দিঘলিয়ায় এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় দুর্ধর্ষ চুরি

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
দিঘলিয়ায় এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় দুর্ধর্ষ চুরি

খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বিদ্যালয়ের লকারে রক্ষিত নগদ টাকা ও গুরুত্বপূর্ণ ফাইলপত্র নিয়ে নির্বিঘ্নে পালিয়ে গেছে।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ৩১ জানুয়ারি গভীর রাতে চোরের দল বিদ্যালয়ের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে এবং লকারে রক্ষিত নগদ টাকা ও গুরুত্বপূর্ণ ফাইলপত্র নিয়ে যায়। শনিবার সকালে হিসাবরক্ষক বিদ্যালয়ে এসে প্রতিটি আলমারি খোলা দেখতে পেয়ে প্রধান শিক্ষককে খবর দেন। এরপর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সংশ্লিষ্ট থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম মোল্লা জানান, ‘আজ সকালে সংবাদ পেয়ে বিদ্যালয়ে এসে প্রতিটি আলমারির লকার খোলা এবং জানালার গ্রিল ভাঙা দেখতে পাই। এরপর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামকে অবহিত করি।’

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নৈশপ্রহরী বিদ্যালয়ে কেন অনুপস্থিত ছিল, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। চুরির মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট