খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বিদ্যালয়ের লকারে রক্ষিত নগদ টাকা ও গুরুত্বপূর্ণ ফাইলপত্র নিয়ে নির্বিঘ্নে পালিয়ে গেছে।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ৩১ জানুয়ারি গভীর রাতে চোরের দল বিদ্যালয়ের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে এবং লকারে রক্ষিত নগদ টাকা ও গুরুত্বপূর্ণ ফাইলপত্র নিয়ে যায়। শনিবার সকালে হিসাবরক্ষক বিদ্যালয়ে এসে প্রতিটি আলমারি খোলা দেখতে পেয়ে প্রধান শিক্ষককে খবর দেন। এরপর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সংশ্লিষ্ট থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম মোল্লা জানান, ‘আজ সকালে সংবাদ পেয়ে বিদ্যালয়ে এসে প্রতিটি আলমারির লকার খোলা এবং জানালার গ্রিল ভাঙা দেখতে পাই। এরপর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামকে অবহিত করি।’
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নৈশপ্রহরী বিদ্যালয়ে কেন অনুপস্থিত ছিল, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। চুরির মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।’