1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
খুলনার দিঘলিয়ায় চার ইউপি চেয়ারম্যান আত্মগোপনে, সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী - RT BD NEWS
বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরী উদ্ধারে গিয়ে হামলার শিকার যশোরের ৩ পুলিশ সদস্য প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার আমরণ অনশন কুষ্টিয়ায় নারী চিকিৎসকে চেম্বার থেকে টেনে নিয়ে সড়কে মারধর বাংলাদেশে পুষ্টিহীনতায় ভুগছে কোটি শিশুরা: সংলাপে উদ্বেগ প্রকাশ বেইলি রোডে বহুতল ভবনে আগুন, ১৮ জনকে জীবিত উদ্ধার জামালপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড শীতলক্ষ্যা নদীর খেয়াঘাটে চরম ভোগান্তি, অভিযোগের পাহাড় যাত্রীদের ঈদুল আজহা ২০২৫: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

খুলনার দিঘলিয়ায় চার ইউপি চেয়ারম্যান আত্মগোপনে, সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
খুলনার দিঘলিয়া উপজেলায় আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানরা ফৌজদারি মামলার আসামি হওয়ায়  আত্নগোপনে  সেবা থেকে বঞ্চিত ইউনিয়ন বাসী। তাদের অপসারণ না করায় দায়িত্ব প্রাপ্তরা সঠিক ভাবে কাজ করতে পারছেনা বলে অভিযোগ ।  যুগিপোল ইউপি চেয়ারম্যান লিংকন কে অপসারণ করে প্রশাসন নিয়োগ দেয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা  দেশ থেকে পলায়নের পূর্বে  বিএনপি’র কর্মীদের উপর হামলা, নাশকতা ও হত্যা মামলার কারণে আত্মগোপনে চলে যান চেয়ারম্যানরা ।  চেয়ারম্যানদের অপসারণের অভিযোগ দাখিল করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্যরা । যুগিপোল ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকনকে অপসারণ করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলামকে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নিবার্হী অফিসার আরিফুল ইসলাম।
খুলনার  দিঘলিয়া উপজেলা ৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত। উপজেলার ৫ টি ইউনিয়নে রয়েছে আওয়ামী লীগের চেয়ারম্যান  এর মধ্যে ৪ টির ইউপি চেয়ারম্যান ফৌজদারি মামলার আসামি হওয়ায় রয়েছে আত্নগোপনে এর ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়ন বাসী। আত্নগোপনে থাকা চেয়ারম্যানদের হস্তক্ষেপের  ফলে সঠিক ভাবে কাজ করতে পারছেনা দায়িত্বপ্রাপ্তরা। দ্রুত তাদের অপসারণের দাবি জানিয়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ।
অনুসন্ধানে জানা যায়, খুলনার দিঘলিয়া উপজেলা গাজিরহাট , বারাকপুর, দিঘলিয়া, সেনহাটি, যুগিপোল , আড়ংঘাটা এই ৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে ৫ টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান এবং একটিতে বিএনপি সমর্থিত চেয়ারম্যান রয়েছে। আওয়ামী লীগের চেয়ারম্যানদের বেশির ভাগের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। তাদের প্রত্যেকে গ্রেপ্তার আতঙ্কের পাশাপাশি নিজেদের ওপর হামলা হওয়ার আশঙ্কায় ইউনিয়ন পরিষদে যাচ্ছেন না।
আওয়ামী লীগের ৫ জন চেয়ারম্যানের মধ্যে দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল ক্লিন ইমেজের একজন জনপ্রতিনিধি দীর্ঘ ২৪ বছর ধরে সু- নামের সাথে এই ইউনিয়নের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। পরিচ্ছন্ন রাজনীতির কারণে এলাকায় রয়েছে তার অবাধ বিচরণ।  অপরদিকে বাকি ৪ চেয়ারম্যান অনিয়ম , দুর্নীতি , হত্যা ও ফৌজদারি মামলার কারণে ৫ আগষ্টের পর থেকে আত্নগোপনে চলে গেছেন।
আওয়ামী লীগের আত্নগোপনে থাকা চেয়ারম্যান গাজিরহাট ইউপির মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, বারাকপুর ইউপির  গাজী সাহাগীর হোসেন পাবেল, সেনহাটি ইউপির গাজী জিয়াউর রহমান জিয়া, যুগিপোল ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন। এ সকল চেয়ারম্যানদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার , স্বেচ্ছাচারিতা , জ্ঞমি দখল, হত্যা ও দুর্নীতির অভিযোগ রয়েছে। দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ গরীব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সামাজিক সংগঠন গুলি।
উপজেলার ৪ টি ইউনিয়নে নাগরিক সেবা অব্যাহত রাখতে দ্রুত আত্নগোপনে থাকা ইউপি চেয়ারম্যানদের অপসারণের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ।
বর্তমান দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম জানান, শুনেছি চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছে এ কারণে প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রজ্ঞাপনের মাধ্যমে যোগিপোল ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকনকে অব্যাহতি দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।  বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাবেলের বিরুদ্ধে অভিযোগ পেলে তাকেও অপসারণ করে প্রশাসন নিয়োগ দেয়া হবে।
তিনি আরো জানান ,যে সব চেয়ারম্যান ফৌজদারি মামলার আসামি হয়েছেন তাদের  মহামান্য আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানরা যেহেতু স্থায়ী ভাবে অনুপস্থিত রয়েছেন তাঁদের বিষয় জেলা প্রশাসকের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অনুপস্থিতর বিষয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধিরা নিরুদ্দেশ হয়েছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বাররাও গা ঢাকা দিয়েছেন। যেখানে ১০ থেকে ১২ জন থাকার কথা, সেখানে হয়তো দু-তিনজন আছেন। এতে জনগণ সেবা বঞ্চিত হচ্ছে। আমরা এ বিষয়ে কাজ করছি। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে প্রশাসন নিয়োগ দেওয়া জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট