খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নিজস্ব কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) উপজেলার চৌরাস্তা মোড়ের পাশ্ববর্তী স্থানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান। তাঁর সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা মুশফিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন এবং উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা শহীদুল্লাহ্।
অনুষ্ঠানে আরও অংশ নেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিঘলিয়া উপজেলা সভাপতি মুজাহিদ ইসলাম, সাধারণ সম্পাদক তাসনিম হাসান টুটুল, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, বারাকপুর ইউনিয়নের আমীর শওকাত আকবর এবং সেনহাটি ইউনিয়নের আমীর মোল্যা শফিকুর রহমান।
অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য সাইফুল্লাহ মানসুর, দিঘলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক বদিউজ্জামাল আজাদ, বারাকপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আহমেদ রাজু প্রমুখ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।