
শিক্ষকদের নিয়ে অসন্মাজনক বক্তব্যের প্রতিবাদে প্রাথমিক ও গনশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ টায় উপজেলা প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগ চেয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন,কেন্দীয় নেতা অধীর কুন্ডু, সেকেন্দার আলী,শেখ ইসরাইল, মোঃ নূরুল ইসলাম, কামরুল ইসলাম, শোয়াইব হোসেন রানা, রিতা জেসমিন, হিমিয়া আফরিন, রুমিচা বেগম, মাহমুদুল হাসান, নাজমুল আলম, আব্দুল্লা আল মারুফ, এরশাদ জাহান প্রমুখ।
মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় এর অপসারণ চেয়ে বক্তব্য রাখেন। এরপর উপজেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সরকারের ঊর্ধ্বতন মহলে প্রেরণের জন্য উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর নিকট স্মারকলিপি প্রদান করেন।
Like this:
Like Loading...
Related