1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাশিয়া-চীনের চ্যালেঞ্জ মোকাবেলায়, মার্কিন পারমাণবিক অস্ত্রাগার সেকেলে পিরোজপুরে মাল্টা চাষে বাম্পার ফলন, ব্যবসায় সম্ভাবনা ৩১ কোটি টাকা দিঘলিয়া বিএনপি’র নবনির্বাচিত অসুস্থ সাধারণ সম্পাদকের পাশে যুক্তরাজ্য বিএনপি যুগ্ম আহ্বায়ক পারভেজ মল্লিক মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

খুলনার দিঘলিয়ায় মানব পাচর প্রতিরোধ কমিটি সিটিসি’র শেয়ারিং ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
মানব-পাচর-প্রতিরোধ-কমিটি
মানব পাচর প্রতিরোধ কমিটির সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, সচ্ছল জীবনের আশা ও বেকারত্ব থেকে মুক্তি পেতে প্রতি বছর অগণিত তরুণ-তরুণী মানব পাচারের শিকার হচ্ছেন। অনগ্রসর জনপদ ও প্রত্যন্ত অঞ্চলের লোকজন দালাল চক্রের খপ্পরে পড়ে বিপদগামী হয়ে থাকেন। এই মানবপাচার  প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে আমাদের কাজ করতে হবে। সংশ্লিষ্ট দপ্তরসমূহ মানব পাচার ও অনিয়মিত অভিবাসন পৃতিরোধে গৃহীত কার্যক্রম সমূহ যথাযথোভাবে করার উদ্যোগ নেবেন। একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মানব পাচার বিষয়ক তথ্য প্রদান এবং মহিলা বিষয়কের মাধ্যমে উঠান বৈঠকে আলোচনায় উদ্বুদ্ধ করবে । আশ্বাস প্রকল্পের আওতায় উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও এ্যাডভোকেসি সভা উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১০ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
‎সভায় স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য বর্ণনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব বিপাশা দেবী তনু। আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেলের সঞ্চলনায় আশ্বাস প্রকল্পের কার্যক্রম ও এ্যাডভোকেসি সভার উদ্দেশ্য সম্পর্কে মাল্টিমিডিয়ায়  বিস্তারিত আলোচনা করেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল ঘোষ।
উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে। মানব পাচারের শিকার মাবিয়া অশ্রু সিক্ত নয়নে প্রবাস জীবনে হয়রানি ও নির্যাতনের চিত্র তুলে ধরেন।  প্রশাসনের মাধ্যমে মানব পাচার চক্রের সদস্যদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
রূপান্তরের সিটিসি’র সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মাহবুবুল আলম , উপজেলা শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান, কৃষি কর্মকর্তা কিশোর আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহাগ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ বিশ্বাস, এস আই মিজানুর, খানজাহান আলী থানার এস আই মিকাইল হোসেন, সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, আনসার ভিডিপি কার্যালয় সামছুর নাহার, প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ব্রাকের জেলা সমন্বয়ক মোঃ সফিকুল ইসলাম, বারাকপুর ইউপির প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম, উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ,  ছাত্র সমন্বয়ক রাতুল,  কাজী সাজ্জাদ হোসেন, হাচেনিয়া দাখিল মাদ্রাসার কায়েচুর রহমান , সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট