
খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ স্কাউটস এর ত্রি-বার্ষিক সম্মেলন ২২ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে মাষ্টার কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আগামী তিন বছরের জন্য উপজেলা পর্যায়ে বাংলাদেশ স্কাউটস খুলনার দিঘলিয়া উপজেলায় নির্বাহী কমিটি গঠিত হয়েছে।
সম্মেলনে বক্তব্য রাখেন, খুলনা জেলা স্কাউটস এর কমিশনার এস এম ফরহাদ হোসেন, জেলা স্কাউট এর যুগ্ন সম্পাদক হুমায়ুন কবির বাবুল , দিঘলিয়া উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম, উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম , সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, খুলনা জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেম, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার অহিদ মুরাদ, সাংবাদিক শামীম, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ স্কাউটস দিঘলিয়া উপজেলায় একটি নির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাহী কমিটিতে পদাধিকার বলে সভাপতি মনোনীত হন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এছাড়া পাঁচ জন সহ-সভাপতি ও একজন কোষাধ্যক্ষ একজন ক্যাশিয়ার একজন সম্পাদক ও একজন যুগ্ন সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আশরাফ হোসেন এবং কমিশনার পদে নির্বাচিত হন মোঃ ইসরাইল হোসেন।
Like this:
Like Loading...
Related