খুলনার দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জামাল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এস এম শামীম ও গাজী জামসেদুল ইসলাম সৌরভ।
ইফতার মাহফিলে প্রেসক্লাবের নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি গাজী জামসেদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, প্রচার সম্পাদক মোঃ সালাহউদ্দিন মোল্লা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, কার্যকারী সদস্য আরিফুল ইসলাম হাসান, এস এম শামীমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও সদস্যদের মধ্যে মল্লিক মোকসেদুর রহমান খোকন, মোঃ হাবিবুর রহমান মল্লিক, অধ্যাপক মোঃ লোকমান হোসেন, এস এম মেহেদী হাসান, কিশোর কুমার দে, এস এম শামীম-২, শেখ রুবেল প্রমুখ অংশ নেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম পবিত্র রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি দলমতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সত্য প্রকাশের আহ্বান জানান এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।
ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মল্লিক মোকসেদুর রহমান খোকন। এই মহতী আয়োজনে অংশগ্রহণকারী সবাই রমজানের বরকত ও শান্তির জন্য মোনাজাত করেন।